পরিষেবা আর সস্তায় নয়, এই ট্রেনের টিকিটেরও দাম বাড়াচ্ছে রেল

Last Updated:
#নয়াদিল্লি: সস্তায় পরিষেবা, বাজেটের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন সফরের সুযোগ দিতেই শুরু হয়েছিল এই ট্রেনের পরিষেবা ৷ এবার রেলের উন্নয়নের জোয়ারে বাড়তে চলেছে গরিবরথ এক্সপ্রেসের টিকিটের দামও ৷ এই মুহূর্তে দেশের বিভিন্ন রুটে ২৬টি গরিব রথ চলে ৷ রেল সূত্রে খবর, ১২ বছর পর বাড়ানো হচ্ছে এই ট্রেনের ভাড়া ৷
সস্তায় এসি থ্রি টিয়ার, টু টিয়ার-এ ভ্রমণের সুযোগ দেওয়ার জন্যই যাত্রীদের মধ্যে বিখ্যাত এই ট্রেন ৷ এবার বাড়ছে সেই গরিবরথের ভাড়াও ৷ এই এক্সপ্রেসের টিকিটের দামের সঙ্গে যুক্ত হতে চলেছে বেডরোলের দামও ৷ এতদিন ট্রেনে উঠে যাত্রীদের ন্যূনতম কিছু দাম দিয়ে কিনতে হত বেডরোল ৷ যার মধ্যে থাকে দুটি চাদর, একটি কম্বল, একটি বালিশ ও একটি মুখ মোছার টাওয়েল ৷ বেডরোল নেওয়া না নেওয়া ছিল সম্পূর্ণ যাত্রীদের ইচ্ছাধীন ৷ এবার থেকে পরিবর্তিত হতে চলেছে এই নিয়ম ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
রেলের সংস্কারের লক্ষ্যে বিভিন্ন ট্রেনের টিকিটের দাম নিয়ে পুনর্বিবেচনা করছে রেল ৷ রেল সূত্রে খবর, বেডরোলের কাপড়ের দাম বেড়ে যাওয়াতেই এই মূল্যবৃদ্ধি ৷ তবে শুধু গরিব রথ এক্সপ্রেসেই নয়, অন্যান্য ট্রেনেও বাড়ছে বেডরোলের দাম ৷ ফলে দুরপাল্লার বাতানুকূল শ্রেণীর টিকিটের দামে এর প্রভাব পড়বে ৷ আগামী ছয় মাসের মধ্যেই গরিব রথ সহ বিভিন্ন ট্রেনের টিকিটের দাম বাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
advertisement
উল্লেখ্য, বর্তমানে সমস্ত ট্রেনের বাতানুকূল শ্রেণীর টিকিটের মোট দামের মধ্যেই বেডরোলের জন্য ২৫ টাকা নিয়ে নেওয়া হয় ৷ শুধু গরিব রথ এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেসের টিকিটের ক্ষেত্রে বেডরোলের জন্য কোনও চার্জ নেওয়া হত না ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরিষেবা আর সস্তায় নয়, এই ট্রেনের টিকিটেরও দাম বাড়াচ্ছে রেল
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement