পরিষেবা আর সস্তায় নয়, এই ট্রেনের টিকিটেরও দাম বাড়াচ্ছে রেল
Last Updated:
#নয়াদিল্লি: সস্তায় পরিষেবা, বাজেটের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন সফরের সুযোগ দিতেই শুরু হয়েছিল এই ট্রেনের পরিষেবা ৷ এবার রেলের উন্নয়নের জোয়ারে বাড়তে চলেছে গরিবরথ এক্সপ্রেসের টিকিটের দামও ৷ এই মুহূর্তে দেশের বিভিন্ন রুটে ২৬টি গরিব রথ চলে ৷ রেল সূত্রে খবর, ১২ বছর পর বাড়ানো হচ্ছে এই ট্রেনের ভাড়া ৷
সস্তায় এসি থ্রি টিয়ার, টু টিয়ার-এ ভ্রমণের সুযোগ দেওয়ার জন্যই যাত্রীদের মধ্যে বিখ্যাত এই ট্রেন ৷ এবার বাড়ছে সেই গরিবরথের ভাড়াও ৷ এই এক্সপ্রেসের টিকিটের দামের সঙ্গে যুক্ত হতে চলেছে বেডরোলের দামও ৷ এতদিন ট্রেনে উঠে যাত্রীদের ন্যূনতম কিছু দাম দিয়ে কিনতে হত বেডরোল ৷ যার মধ্যে থাকে দুটি চাদর, একটি কম্বল, একটি বালিশ ও একটি মুখ মোছার টাওয়েল ৷ বেডরোল নেওয়া না নেওয়া ছিল সম্পূর্ণ যাত্রীদের ইচ্ছাধীন ৷ এবার থেকে পরিবর্তিত হতে চলেছে এই নিয়ম ৷
advertisement
আরও পড়ুন
advertisement
রেলের সংস্কারের লক্ষ্যে বিভিন্ন ট্রেনের টিকিটের দাম নিয়ে পুনর্বিবেচনা করছে রেল ৷ রেল সূত্রে খবর, বেডরোলের কাপড়ের দাম বেড়ে যাওয়াতেই এই মূল্যবৃদ্ধি ৷ তবে শুধু গরিব রথ এক্সপ্রেসেই নয়, অন্যান্য ট্রেনেও বাড়ছে বেডরোলের দাম ৷ ফলে দুরপাল্লার বাতানুকূল শ্রেণীর টিকিটের দামে এর প্রভাব পড়বে ৷ আগামী ছয় মাসের মধ্যেই গরিব রথ সহ বিভিন্ন ট্রেনের টিকিটের দাম বাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
advertisement
উল্লেখ্য, বর্তমানে সমস্ত ট্রেনের বাতানুকূল শ্রেণীর টিকিটের মোট দামের মধ্যেই বেডরোলের জন্য ২৫ টাকা নিয়ে নেওয়া হয় ৷ শুধু গরিব রথ এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেসের টিকিটের ক্ষেত্রে বেডরোলের জন্য কোনও চার্জ নেওয়া হত না ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 16, 2018 9:11 AM IST