২০১৯ সালে সুইস ব্যাঙ্ক থেকে জানা যাবে কালো টাকার খোঁজ: পীযূষ গোয়েল

Last Updated:

কালো টাকা সংক্রান্ত সমস্ত তথ্য সুইস ব্যাঙ্ক থেকে মিলবে ২০১৯ সালে ৷ শুক্রবার এমনটাই দাবি করেছেন বিজেপি মন্ত্রী পীযূষ গোয়েল ৷

#নয়াদিল্লি: কালো টাকা সংক্রান্ত সমস্ত তথ্য সুইস ব্যাঙ্ক থেকে মিলবে ২০১৯ সালে ৷ শুক্রবার এমনটাই দাবি করেছেন বিজেপি মন্ত্রী পীযূষ গোয়েল ৷ সম্প্রতি সেন্ট্রাল ইউরোপিয়ন নেশনের একটি রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৭ সালে স্যুইস মুদ্রায় ভারতীয়দের জমা টাকা ৫০ শতাংশ বেড়ে হয়েছে ১.০১ বিলিয়ান ৷
এদিন গোয়েল জানিয়েছেন, আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে ৷ যদি কেউ অপরাধী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ তিনি আরও জানান, এই মুহূর্তে দেশের বাইরে টাকা জমানোর সাহস কারোর নেই ৷ বিজেপি সরকারের কঠিন পরিশ্রমের জেরেই এটা সম্ভব হয়েছে ৷
advertisement
advertisement
সুইৎজারল্যান্ড ইতিমধ্যেই বেশ কিছু তথ্য ভারতকে দিয়েছে ৷ ১৯ মার্চ ২০১৯ এর মধ্যে তারা সমস্ত তথ্যই দিয়ে দেবে ৷ সুইস ব্যাঙ্কে বেশ কিছু ভারতীয়র বেআইনি অ্যাকাউন্টে কালো টাকা রয়েছে ৷ এই বিষয়ে দু’দেশের মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৯ সালে সুইস ব্যাঙ্ক থেকে জানা যাবে কালো টাকার খোঁজ: পীযূষ গোয়েল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement