যানজট নিয়ে জেলাশাসকের সঙ্গে বচসা বাবুল সুপ্রিয়র, রাজ্য সরকারের কাছে অভিযোগ দায়ের
Last Updated:
আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে অভিযোগ করলেন পুরুলিয়ার জেলাশাসক অলকেশপ্রসাদ রায়।
#কলকাতা: আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে অভিযোগ করলেন পুরুলিয়ার জেলাশাসক অলকেশপ্রসাদ রায়। গতকাল অমিত শাহের সভার জন্য পুরুলিয়ার রাঁচি রোডে যানজট তৈরি হয়। সেই যানজটে আটকে পড়ে বাবুল সুপ্রিয়র গাড়ি।
যানজটের সময় ঘটনাস্থলে ছিলেন জেলাশাসকও। জেলাশাসককে যানজট সরাতে বলেন বাবুল সুপ্রিয়। অভিযোগ রাস্তায় অকারণ গার্ডওয়াল লাগিয়ে আটকে রাখা হয়েছিল অমিত শাহের সভায় যাওয়া আটকাতে ৷ যানজট সরাতে বললে বাবুল সুপ্রিয়র সঙ্গে জেলা শাসকের বচসা বাধে ৷ এরপর জেলাশাসকের গাড়িতে কালো কাচ থাকা নিয়েও বচসা বাঁধে। এই নিয়ে রাজ্য সরকারের কাছে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধ অভিযোগ দায়ের করেছেন পুরুলিয়ার জেলা শাসক ৷
advertisement
advertisement
Location :
First Published :
June 29, 2018 1:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যানজট নিয়ে জেলাশাসকের সঙ্গে বচসা বাবুল সুপ্রিয়র, রাজ্য সরকারের কাছে অভিযোগ দায়ের