চিনের সেনা পরিচালিত ২০ সংস্থার তালিকা প্রকাশ আমেরিকার, তবে কি বাড়ছে দ্বন্দ্ব
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
২০টি কোম্পানির তালিকা প্রকাশ করা হল মার্কিন বাহিনীর সদর দফতর পেন্টাগন থেকে
#ওয়াশিংটন: ভারত যেমন চিন দ্রব্য বয়কটের ডাক দিয়ে আদতে ব্যবসায়িক ক্ষেত্রে চিনকে কাৎ করতে চেয়েছে, আমেরিকাও কি তেমন পদ্ধতি অবলম্বন করতে চলেছে? না হলে হঠাৎ করে এই তালিকা প্রকাশের অর্থ কী? আমেরিকায় চিনের কমিউনিস্ট সেনাবাহিনী পরিচালিত বেশ কয়েকটি সংস্থা ব্যবসা করছে অনেকদিন। এবার সেই ধরনের ২০টি কোম্পানির তালিকা প্রকাশ করা হল মার্কিন বাহিনীর সদর দফতর পেন্টাগন থেকে। এর মধ্যে রয়েছে হুয়াওয়েই টেকনোলজিস কোম্পানি ও হ্যাংঝৌ হিকভিশন ডিজিটাল টেকনোলজি কোম্পানি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই ২০ টি চিনা সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা। আর সেই কারণেই এই তালিকা প্রকাশ।
এই প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান এক বিবৃতিতে জানান, ওই সংস্থাগুলি চিনের সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘চিনের সরকার বর্তমানে নিজের অসামরিক ও সামরিক সংস্থার মধ্যে বিশেষ পার্থক্য রাখতে চায় না। তাই কোনও চিনা সংস্থার থেকে পণ্য আমদানি করার আগে তার পরিচয় জানা বিশেষ জরুরি। আমরা যে তালিকা বানিয়েছি, তাতে আমেরিকার সরকার, বিভিন্ন কোম্পানি, বিনিয়োগকারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা হবে।’ যদিও পেন্টাগন থেকে সরাসরি চিনা সংস্থাগুলির উপরে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়নি।
Location :
First Published :
June 26, 2020 1:16 PM IST