#কলকাতা: অভিনেত্রী ও সাংসদ নুসরত খুবই সক্রিয় ছিলেন TikTok-এ৷ মাঝেমধ্যেই তাঁর ভিডিও দেখতে পেতেন ভক্তরা এবং লাফিয়ে লাফিয়ে বাড়ত ফলোয়ারের সংখ্যা৷ তবে আপাতত সেই পথ বন্ধ৷ TikTok নিষিদ্ধ হয়েছে দেশে৷ তবে শুধু TikTok নয়, মোট ৫৯টি চিনা অ্যাপ ব্যান হয়ে গিয়েছে৷ আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী-সাংসদ৷
এই নিয়ে ট্যুইটারে নিজের বক্তব্য তুলে ধরেছেন নুসরত৷ তিনি বলছেন যে জাতীয় স্বার্থে বা দেশের নিরাপত্তার জন্য এই ব্যান তিনি সম্পূর্ণ মেনে নিয়েছেন৷ কিন্তু সেই সঙ্গে তাঁর বক্তব্য যে, এটি শুধুমাত্র সাধারণের চোখে ধুলো দেওয়ার জন্য করা হয়েছে৷ এবং এটি হঠকারী সিদ্ধান্ত৷ কারণ তাঁর মতে এর ফলে অনেকের রুটি-রুজি বন্ধ হবে৷
গালওয়ান উপত্যকায় চিনের আগ্রাসী মনোভাব এবং ভারত-চিন সংঘর্ষে ২০জন সেনার মৃত্যুর বদলা নিতে চিনের বিরুদ্ধে কড়া মনোভাব দেখাচ্ছে ভারত৷ সীমান্তে আরও শক্তিশালী করা হয়েছে ভারতীয় বাহিনীকে৷ এরই সঙ্গে চিনা পণ্যের বয়কটের দাবি উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে৷ চিনা অ্যাপের মাধ্যমে তথ্য চুরি হচ্ছে এই অভিযোগ অনেক দিন ধরে উঠছিল৷ তাই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটল ভারত৷ যার মধ্যে TikTok অন্যতম৷ এবং এই অ্যাপের জনপ্রিয়তাও ছিল তুমুল৷ তারকারা তো বটেই অনেক সাধারণকে তারকা বানিয়েছিল এই TikTok৷ তাই তাদের বাজারে মন্দা বলেই মনে করছেন TikTok ব্যবহারকারীরা৷
My Statement on recent Tik Tok Ban:- pic.twitter.com/fVjL0LAhvm
— Nusrat (@nusratchirps) July 1, 2020
তবে অভিনেত্রী-সাংসদ বলছেন যে দেশের নিরপত্তার স্বার্থে এবং জাতীয় সংহতির জন্য অ্যাপ ব্যান সমর্থনযোগ্য৷ তাই এই নিষিদ্ধকরণের পক্ষে নুসরত৷ কিন্তু শুধুমাত্র অ্যাপ ব্যান নয়, চিনের বিরুদ্ধে লড়তে গেলে আরও বড় পদক্ষেপ করতে হবে কেন্দ্রকে৷
সদ্য রাজনীতিতে পা রাখা সাংসদ বলছেন দেশবিরোধী কোনও কার্যকলাপের বিরুদ্ধে তিনি এবং সব সময় পাশে রয়েছেন দেশের সেনার৷ তবে একই সঙ্গে তাঁর বক্তব্য যে সব মানুষ তাঁদের শিল্পচর্চার মাধ্যমে অ্যাপগুলি তৈরি করেছিলেন তাঁদের প্রতিও সংবেদনশীল হওয়া উচিৎ৷ কারণ সব কাজই সমান গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chinese App Ban, Nusrat Jahan, TikTok