দেশের স্বার্থে TikTok ব্যানের এর পক্ষে, তবে কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করা হঠকারী সিদ্ধান্ত: নুসরত

Last Updated:

অভিনেত্রী-সাংসদ বলছেন যে দেশের নিরপত্তার স্বার্থে এবং জাতীয় সংহতির জন্য অ্যাপ ব্যান সমর্থনযোগ্য৷ তাই এই নিষিদ্ধকরণের পক্ষে নুসরত৷ কিন্তু শুধুমাত্র অ্যাপ ব্যান নয়, চিনের বিরুদ্ধে লড়তে গেলে আরও বড় পদক্ষেপ করতে হবে কেন্দ্রকে৷

#কলকাতা: অভিনেত্রী ও সাংসদ নুসরত খুবই সক্রিয় ছিলেন TikTok-এ৷ মাঝেমধ্যেই তাঁর ভিডিও দেখতে পেতেন ভক্তরা এবং লাফিয়ে লাফিয়ে বাড়ত ফলোয়ারের সংখ্যা৷ তবে আপাতত সেই পথ বন্ধ৷ TikTok নিষিদ্ধ হয়েছে দেশে৷ তবে শুধু TikTok নয়, মোট ৫৯টি চিনা অ্যাপ ব্যান হয়ে গিয়েছে৷ আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী-সাংসদ৷
এই নিয়ে ট্যুইটারে নিজের বক্তব্য তুলে ধরেছেন নুসরত৷ তিনি বলছেন যে জাতীয় স্বার্থে বা দেশের নিরাপত্তার জন্য এই ব্যান তিনি সম্পূর্ণ মেনে নিয়েছেন৷ কিন্তু সেই সঙ্গে তাঁর বক্তব্য যে, এটি শুধুমাত্র সাধারণের চোখে ধুলো দেওয়ার জন্য করা হয়েছে৷ এবং এটি হঠকারী সিদ্ধান্ত৷ কারণ তাঁর মতে এর ফলে অনেকের রুটি-রুজি বন্ধ হবে৷
advertisement
গালওয়ান উপত্যকায় চিনের আগ্রাসী মনোভাব এবং ভারত-চিন সংঘর্ষে ২০জন সেনার মৃত্যুর বদলা নিতে চিনের বিরুদ্ধে কড়া মনোভাব দেখাচ্ছে ভারত৷ সীমান্তে আরও শক্তিশালী করা হয়েছে ভারতীয় বাহিনীকে৷ এরই সঙ্গে চিনা পণ্যের বয়কটের দাবি উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে৷ চিনা অ্যাপের মাধ্যমে তথ্য চুরি হচ্ছে এই অভিযোগ অনেক দিন ধরে উঠছিল৷ তাই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটল ভারত৷ যার মধ্যে TikTok অন্যতম৷ এবং এই অ্যাপের জনপ্রিয়তাও ছিল তুমুল৷ তারকারা তো বটেই অনেক সাধারণকে তারকা বানিয়েছিল এই TikTok৷ তাই তাদের বাজারে মন্দা বলেই মনে করছেন TikTok ব্যবহারকারীরা৷
advertisement
advertisement
তবে অভিনেত্রী-সাংসদ বলছেন যে দেশের নিরপত্তার স্বার্থে এবং জাতীয় সংহতির জন্য অ্যাপ ব্যান সমর্থনযোগ্য৷ তাই এই নিষিদ্ধকরণের পক্ষে নুসরত৷ কিন্তু শুধুমাত্র অ্যাপ ব্যান নয়, চিনের বিরুদ্ধে লড়তে গেলে আরও বড় পদক্ষেপ করতে হবে কেন্দ্রকে৷
advertisement
Photo Credit: Twitter Photo Credit: Twitter
সদ্য রাজনীতিতে পা রাখা সাংসদ বলছেন দেশবিরোধী কোনও কার্যকলাপের বিরুদ্ধে তিনি এবং সব সময় পাশে রয়েছেন দেশের সেনার৷ তবে একই সঙ্গে তাঁর বক্তব্য যে সব মানুষ তাঁদের শিল্পচর্চার মাধ্যমে অ্যাপগুলি তৈরি করেছিলেন তাঁদের প্রতিও সংবেদনশীল হওয়া উচিৎ৷ কারণ সব কাজই সমান গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
দেশের স্বার্থে TikTok ব্যানের এর পক্ষে, তবে কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করা হঠকারী সিদ্ধান্ত: নুসরত
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement