VIDEO: ভারত -চিন সীমান্তে ফের উত্তেজনা, হিমাচল-তিব্বত বর্ডারে লড়াইয়ের জন্য প্রস্তুত বায়ুসেনার যুদ্ধবিমান

Last Updated:

প্রস্তুতি তুঙ্গে ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনার৷

#নয়াদিল্লি: ভারত -চিন ফের উত্তেজনা৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের একবার সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে৷ ফের একবার সীমান্তে দুপক্ষের উত্তেজনার পর তৈরি হচ্ছে ভারত-চিন ৷ তিব্বতের কাছে চিন সীমান্তে বায়ু সেনাও অত্যন্ত তৎপর হয়েছে৷ এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তিব্বত সীমান্ত বরাবর কিন্নর ও লাহুলে অত্যন্ত তৎপরতার সঙ্গে উড়ান ভরছে৷ যুদ্ধবিমানের পাশাপাশি সেনাবাহিনীর মধ্যেও তৈরি হয়েছে তৎপরতা৷ সিমলাতেও সেনাবাহিনীর বিমান পৌঁছে গেছে৷
হিমাচলের কিন্নর জেলায় তিব্বত সীমান্ত রয়েছে৷ চিনের সঙ্গেও কিন্নরের সীমান্ত হয়৷ মোরঙ্গ ঘাঁটিতে কুনু চাঙ্গের আগে খেমকুল্লা -র কাছ অবধি রাস্তা বানিয়েছে৷ চিন ২ কিলোমিটার নো মেন্স ল্যান্ডে রাস্তা বানানোর আশঙ্কা করা হচ্ছে৷ মাস দুয়েক আগে ৯ সদস্যের একটি দল ও আধা সেনারা সীমান্ত থেকে প্রায় ২২ কিলোমিটার এগিয়ে গিয়েছিলেন৷ সেখানেই সেনারা রাস্তা তৈরির কাজ হচ্ছে দেখতে পায়৷ সেখানে ছিল রাস্তা তৈরির যন্ত্র ও উপকরণ৷ সাঙ্গলা-র ছিটকুলে-র পিছনে তিব্বতে-র যমরঙ্গয়ে সড়ক তৈরির কাজও হচ্ছে৷ এর পাশাপাশি কিন্নর ও কুন্নু চারঙ্গ গ্রামে -র রঙ্গরিক ডুম্মা অবধি সীমান্তে অন্ধকার নামলেই ড্রোনের ওড়ার বিষয় লক্ষ্য করা গেছে৷ যার জেরে সেই এলাকায় ইউএফও আতঙ্কও তৈরি হয়েছে৷
advertisement
advertisement
হিমাচল প্রদেশে-র কিন্নর ও লাহুল স্পীতিতে ২৪২ কিলোমিটার লম্বা তিব্বত সীমান্ত এলাকা রয়েছে৷  স্পীতিতেও বর্ডার রয়েছে৷ সমধো বর্ডারে মার্চ ও এপ্রিল মাসে চিনা হেলিকপ্টারের উপস্থিতিও টের পাওয়া গেছে৷
advertisement
এদিকে ভারতও লড়াইয়ের জন্য তৈরি৷ সিমলায় ইতিমধ্যেই চিনুক হেলিকপ্টার পৌঁছে গেছে৷ এই প্রথমবার চিনুক হিমাচলে পৌঁছেছে৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
VIDEO: ভারত -চিন সীমান্তে ফের উত্তেজনা, হিমাচল-তিব্বত বর্ডারে লড়াইয়ের জন্য প্রস্তুত বায়ুসেনার যুদ্ধবিমান
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement