#নয়াদিল্লি: ভারত -চিন ফের উত্তেজনা৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের একবার সেনাবাহিনীর মধ্যে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে৷ ফের একবার সীমান্তে দুপক্ষের উত্তেজনার পর তৈরি হচ্ছে ভারত-চিন ৷ তিব্বতের কাছে চিন সীমান্তে বায়ু সেনাও অত্যন্ত তৎপর হয়েছে৷ এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান তিব্বত সীমান্ত বরাবর কিন্নর ও লাহুলে অত্যন্ত তৎপরতার সঙ্গে উড়ান ভরছে৷ যুদ্ধবিমানের পাশাপাশি সেনাবাহিনীর মধ্যেও তৈরি হয়েছে তৎপরতা৷ সিমলাতেও সেনাবাহিনীর বিমান পৌঁছে গেছে৷
হিমাচলের কিন্নর জেলায় তিব্বত সীমান্ত রয়েছে৷ চিনের সঙ্গেও কিন্নরের সীমান্ত হয়৷ মোরঙ্গ ঘাঁটিতে কুনু চাঙ্গের আগে খেমকুল্লা -র কাছ অবধি রাস্তা বানিয়েছে৷ চিন ২ কিলোমিটার নো মেন্স ল্যান্ডে রাস্তা বানানোর আশঙ্কা করা হচ্ছে৷ মাস দুয়েক আগে ৯ সদস্যের একটি দল ও আধা সেনারা সীমান্ত থেকে প্রায় ২২ কিলোমিটার এগিয়ে গিয়েছিলেন৷ সেখানেই সেনারা রাস্তা তৈরির কাজ হচ্ছে দেখতে পায়৷ সেখানে ছিল রাস্তা তৈরির যন্ত্র ও উপকরণ৷ সাঙ্গলা-র ছিটকুলে-র পিছনে তিব্বতে-র যমরঙ্গয়ে সড়ক তৈরির কাজও হচ্ছে৷ এর পাশাপাশি কিন্নর ও কুন্নু চারঙ্গ গ্রামে -র রঙ্গরিক ডুম্মা অবধি সীমান্তে অন্ধকার নামলেই ড্রোনের ওড়ার বিষয় লক্ষ্য করা গেছে৷ যার জেরে সেই এলাকায় ইউএফও আতঙ্কও তৈরি হয়েছে৷
এদিকে ভারতও লড়াইয়ের জন্য তৈরি৷ সিমলায় ইতিমধ্যেই চিনুক হেলিকপ্টার পৌঁছে গেছে৷ এই প্রথমবার চিনুক হিমাচলে পৌঁছেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।