'রাফালের অন্তর্ভুক্তি ভারতের কড়া বার্তা', নাম না করে চিনকে হুঁশিয়ারি রাজনাথের

Last Updated:

বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়াও বলেন, রাফালের অন্তর্ভুক্তির জন্য এর থেকে উপযুক্ত সময় আর কিছু হতে পারত না৷

#আম্বালা: ভারতের সার্বভৌমত্ব খর্ব করার দিকে যাঁরা নজর দিচ্ছে, রাফালের অন্তর্ভুক্তি তাদের জন্য কড়া বার্তা৷ ভারতীয় বায়ুসেনায় রাফাল যুদ্ধবিমানের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নাম না করে এ ভাবেই চিনকে বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ একই সঙ্গে লাদাখ সীমান্তের নাম না করেও ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, 'সীমান্তে যে ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে, তাতে রাফালের অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ৷'
এ দিন আম্বালায় ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটিতে রাফালের অন্তভুর্ক্তি অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লেও উপস্থিত ছিলেন৷ তাঁর সামনেই চিনকে কড়া বার্তা দিয়ে রাজনাথ মনে করিয়ে দেন, দেশের অখণ্ডতা এবং নিরাপত্তাকেই সবথেকে বেশি অগ্রাধিকার দেবে ভারত৷
এ দিন নিজের বক্তব্যে আগাগোড়াই নাম না করে চিনকে কড়া বার্তা দিয়েছেন রাজনাথ৷ তিনি বলেন, 'সাম্প্রতিক কালে সীমান্তে যে ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে, তাতে এই অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ সম্প্রতি সীমান্তে নিখুঁত ভাবে নিজেদের দায়িত্ব পালনের জন্যও ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী৷ যদিও বিশদে কিছু বলেননি তিনি৷ তবে তাঁর ইঙ্গিত যে লাদাখ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার দিকেই ছিল, তা বলার অপেক্ষা রাখে না৷ চিনকে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ আরও বলেন, 'রাফালের অন্তর্ভুক্তি গোটা বিশ্বের কাছে ভারতের কড়া বার্তা, বিশেষত তাদের জন্য যারা ভারতের সার্বভৌমত্বের দিকে নজর দিচ্ছে!'
advertisement
advertisement
যে তৎপরতার সঙ্গে সীমান্তে ফরওয়ার্ড বেসগুলিতে বায়ুসেনা নিজেদের পরিকাঠামো তৈরি করেছে, তা ভারতকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বলেও মন্তব্য করেন রাজনাথ৷ তবে সীমান্তে মোকাবিলার পাশাপাশি সন্ত্রাস দমনের বিষয়টিও যে ভুললে চলবে না, তাও মনে করিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী৷
advertisement
বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়াও বলেন, রাফালের অন্তর্ভুক্তির জন্য এর থেকে উপযুক্ত সময় আর কিছু হতে পারত না৷ মঙ্গলবারও ভারতীয় সেনাবাহিনীর তরফে অভিযোগ তোলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর লাদাখ সীমান্তে প্যাংগং লেকের দক্ষিণে ভারতের দখলে থাকা একটি ফরওয়ার্ড পোস্ট দখল করার চেষ্টা করে চিনা সেনা৷ ভারতীয় বাহিনীর তরফে বাধা পেয়ে চিনা সেনারা শূন্যে গুলি চালিয়ে ভয় দেখানোরও চেষ্টা করে বলে অভিযোগ৷
advertisement
যেহেতু আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকে পাকিস্তান এবং চিন, দুই সীমান্তেই দ্রুত পৌঁছনো সম্ভব, তাই অবস্থানগত সুবিধার জন্যই একে রাফালের ঘাঁটি হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ রাফালের দ্বিতীয় ঘাঁটি হিসেবে বাছা হয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিকে৷ গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছেছিল পাঁচটি রাফাল যুদ্ধবিমান৷ ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল কিনেছে ভারত৷ পর্যায়ক্রমে সেগুলি ভারতে এসে পৌঁছবে৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'রাফালের অন্তর্ভুক্তি ভারতের কড়া বার্তা', নাম না করে চিনকে হুঁশিয়ারি রাজনাথের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement