#আম্বালা: ভারতের সার্বভৌমত্ব খর্ব করার দিকে যাঁরা নজর দিচ্ছে, রাফালের অন্তর্ভুক্তি তাদের জন্য কড়া বার্তা৷ ভারতীয় বায়ুসেনায় রাফাল যুদ্ধবিমানের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি অনুষ্ঠানে নাম না করে এ ভাবেই চিনকে বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ একই সঙ্গে লাদাখ সীমান্তের নাম না করেও ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, 'সীমান্তে যে ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে, তাতে রাফালের অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ৷'
এ দিন আম্বালায় ভারতীয় বায়ুসেনার বিমান ঘাঁটিতে রাফালের অন্তভুর্ক্তি অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লেও উপস্থিত ছিলেন৷ তাঁর সামনেই চিনকে কড়া বার্তা দিয়ে রাজনাথ মনে করিয়ে দেন, দেশের অখণ্ডতা এবং নিরাপত্তাকেই সবথেকে বেশি অগ্রাধিকার দেবে ভারত৷
এ দিন নিজের বক্তব্যে আগাগোড়াই নাম না করে চিনকে কড়া বার্তা দিয়েছেন রাজনাথ৷ তিনি বলেন, 'সাম্প্রতিক কালে সীমান্তে যে ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে, তাতে এই অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ সম্প্রতি সীমান্তে নিখুঁত ভাবে নিজেদের দায়িত্ব পালনের জন্যও ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী৷ যদিও বিশদে কিছু বলেননি তিনি৷ তবে তাঁর ইঙ্গিত যে লাদাখ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার দিকেই ছিল, তা বলার অপেক্ষা রাখে না৷ চিনকে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ আরও বলেন, 'রাফালের অন্তর্ভুক্তি গোটা বিশ্বের কাছে ভারতের কড়া বার্তা, বিশেষত তাদের জন্য যারা ভারতের সার্বভৌমত্বের দিকে নজর দিচ্ছে!'
#WATCH Rafale fighter aircraft flying at low-speed during an air display at Indian Air Force base in Ambala pic.twitter.com/8UhgbROzRN
— ANI (@ANI) September 10, 2020
যে তৎপরতার সঙ্গে সীমান্তে ফরওয়ার্ড বেসগুলিতে বায়ুসেনা নিজেদের পরিকাঠামো তৈরি করেছে, তা ভারতকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বলেও মন্তব্য করেন রাজনাথ৷ তবে সীমান্তে মোকাবিলার পাশাপাশি সন্ত্রাস দমনের বিষয়টিও যে ভুললে চলবে না, তাও মনে করিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী৷
#WATCH Indian Air Force’s 'Sarang Aerobatic Team' performs at the Rafale induction ceremony in Ambala pic.twitter.com/KI4X3cHAl7
— ANI (@ANI) September 10, 2020
বায়ুসেনা প্রধান আর কে এস ভাদৌরিয়াও বলেন, রাফালের অন্তর্ভুক্তির জন্য এর থেকে উপযুক্ত সময় আর কিছু হতে পারত না৷ মঙ্গলবারও ভারতীয় সেনাবাহিনীর তরফে অভিযোগ তোলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর লাদাখ সীমান্তে প্যাংগং লেকের দক্ষিণে ভারতের দখলে থাকা একটি ফরওয়ার্ড পোস্ট দখল করার চেষ্টা করে চিনা সেনা৷ ভারতীয় বাহিনীর তরফে বাধা পেয়ে চিনা সেনারা শূন্যে গুলি চালিয়ে ভয় দেখানোরও চেষ্টা করে বলে অভিযোগ৷
#WATCH: Water cannon salute given to the five Rafale fighter aircraft at Ambala airbase. #Haryana pic.twitter.com/SB9jhyp1Ox
— ANI (@ANI) September 10, 2020
যেহেতু আম্বালা বায়ুসেনা ঘাঁটি থেকে পাকিস্তান এবং চিন, দুই সীমান্তেই দ্রুত পৌঁছনো সম্ভব, তাই অবস্থানগত সুবিধার জন্যই একে রাফালের ঘাঁটি হিসেবে বেছে নেওয়া হয়েছে৷ রাফালের দ্বিতীয় ঘাঁটি হিসেবে বাছা হয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিকে৷ গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছেছিল পাঁচটি রাফাল যুদ্ধবিমান৷ ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল কিনেছে ভারত৷ পর্যায়ক্রমে সেগুলি ভারতে এসে পৌঁছবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IAF, Ladakh, Rafale, Rajnath Singh