হোম /খবর /ভারত-চিন /
'কেন প্রধানমন্ত্রীর এত প্রশংসা করছে চিন?' মোদিকে নিশানা করে ফের ট্যুইট রাহুলের

'কেন প্রধানমন্ত্রীর এত প্রশংসা করছে চিন?' লাদাখ নিয়ে মোদিকে নিশানা করে ফের ট্যুইট রাহুলের

কংগ্রেস নেতা রাহুল গান্ধি

কংগ্রেস নেতা রাহুল গান্ধি

রাহুল বারবারই অভিযোগ করছেন, ভারতের ভূখণ্ড খানিকটা দখল করে নিয়েছে চিন৷ আজ একটি সংবাদমাধ্যমের খবর পোস্ট করেছেন রাহুল৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে ২০ জন জওয়ান শহিদ হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রায় প্রতিদিন আক্রমণ করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তাঁর 'সারেন্ডার মোদি' আক্রমণ নিয়ে চলছে জোর চর্চা৷ আজ অর্থাত্‍ সোমবার মোদিকে নতুন করে নিশানা করলেন রাহুল৷ এ বার একটি সর্বভারতীয় দৈনিকের একটি খবর ট্যুইটারে পোস্ট করে রাহুলের প্রশ্ন, 'চিন আমাদের সেনাদের হত্যা করল৷ আমাদের জমি নিয়ে নিল৷ লাদাখে সংঘর্ষের মধ্যেও কেন চিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় সরব?'

গত শুক্রবারই সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারতেরও সীমান্ত পেরোয়নি চিন সেনা, ভারতের ভূখণ্ড দখলও করেনি৷ যদিও রাহুল বারবারই অভিযোগ করছেন, ভারতের ভূখণ্ড খানিকটা দখল করে নিয়েছে চিন৷ আজ একটি সংবাদমাধ্যমের খবর পোস্ট করেছেন রাহুল৷ সেই খবরে লেখা হয়েছে, চিনের সংবাদপত্র গ্লোবাল টাইমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছে৷

প্রসঙ্গত, গ্লোবাল টাইমস-এ 'India knows it can't have a war with China' শীর্ষক একটি লেখায় বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী মোদি বিবাদের তীব্রতা কমাতে শব্দের খেলা খেলছেন৷ শুধু সেনার নিরিখে নয়, সার্বিক ভাবে ও আন্তর্জাতিক প্রভাবে চিন ভারতের চেয়ে অনেক এগিয়ে৷'

Published by:Arindam Gupta
First published:

Tags: India China, Narendra Modi, Rahul Gandhi