'কেন প্রধানমন্ত্রীর এত প্রশংসা করছে চিন?' লাদাখ নিয়ে মোদিকে নিশানা করে ফের ট্যুইট রাহুলের

Last Updated:

রাহুল বারবারই অভিযোগ করছেন, ভারতের ভূখণ্ড খানিকটা দখল করে নিয়েছে চিন৷ আজ একটি সংবাদমাধ্যমের খবর পোস্ট করেছেন রাহুল৷

#নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে ২০ জন জওয়ান শহিদ হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রায় প্রতিদিন আক্রমণ করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তাঁর 'সারেন্ডার মোদি' আক্রমণ নিয়ে চলছে জোর চর্চা৷ আজ অর্থাত্‍ সোমবার মোদিকে নতুন করে নিশানা করলেন রাহুল৷ এ বার একটি সর্বভারতীয় দৈনিকের একটি খবর ট্যুইটারে পোস্ট করে রাহুলের প্রশ্ন, 'চিন আমাদের সেনাদের হত্যা করল৷ আমাদের জমি নিয়ে নিল৷ লাদাখে সংঘর্ষের মধ্যেও কেন চিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় সরব?'
advertisement
গত শুক্রবারই সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারতেরও সীমান্ত পেরোয়নি চিন সেনা, ভারতের ভূখণ্ড দখলও করেনি৷ যদিও রাহুল বারবারই অভিযোগ করছেন, ভারতের ভূখণ্ড খানিকটা দখল করে নিয়েছে চিন৷ আজ একটি সংবাদমাধ্যমের খবর পোস্ট করেছেন রাহুল৷ সেই খবরে লেখা হয়েছে, চিনের সংবাদপত্র গ্লোবাল টাইমস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছে৷
advertisement
প্রসঙ্গত, গ্লোবাল টাইমস-এ 'India knows it can't have a war with China' শীর্ষক একটি লেখায় বলা হয়েছে, 'প্রধানমন্ত্রী মোদি বিবাদের তীব্রতা কমাতে শব্দের খেলা খেলছেন৷ শুধু সেনার নিরিখে নয়, সার্বিক ভাবে ও আন্তর্জাতিক প্রভাবে চিন ভারতের চেয়ে অনেক এগিয়ে৷'
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'কেন প্রধানমন্ত্রীর এত প্রশংসা করছে চিন?' লাদাখ নিয়ে মোদিকে নিশানা করে ফের ট্যুইট রাহুলের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement