#নয়াদিল্লি: মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, চোখ তুলে তাকালে প্রয়োজনে যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রাখে ভারত৷ প্রধানমন্ত্রীর বার্তার পরই ফের একবার নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ট্যুইটারে প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, 'দেশের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে আর কবে কথা হবে?'
कब होगी राष्ट्र रक्षा और सुरक्षा की बात?
— Rahul Gandhi (@RahulGandhi) June 28, 2020
এ দিন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'ভারত যেমন বন্ধুত্ব করতে পারে, সেরকমই কেউ ভারতের দিকে চোখ তুলে তাকালে তার যোগ্য জবাবও দিতে পারে৷' ভারতের বীর সেনারা শত্রুপক্ষকে উচিত শিক্ষা দিয়েছে বলেও দাবি করেন তিনি৷
লাদাখ সীমান্তে ভারত- চিন সংঘাত নিয়ে লাগাতার প্রধানমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধি, সনিয়া গান্ধি সহ কংগ্রেস নেতারা৷ সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, ভারতের কোনও অংশে চিনা সেনা দখল করেনি৷ প্রধানমন্ত্রীর এই দাবি নিয়েও প্রশ্ন তুলেছিল কংগ্রেস৷
গত ২৩ জুন ট্যুইটারে রাহুল গান্ধি দাবি করেন, চিন ভারতের জমি দখল করে নিয়েছে৷ এখন ভারতই সেই এলাকা ফেরত পাওয়ার জন্য দর কষাকষি চালাচ্ছে৷ তিনি আরও অভিযোগ করেন, লাদাখ নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তা চিনের দাবিতেই সিলমোহর দিয়েছে৷ রাহুল আরও অভিযোগ করেছেন, ভারতীয় সেনার বদলে চিনকে সমর্থন করছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী আত্মসমর্পণ করেছেন বলেও ট্যুইটারে অভিযোগ করেন রাহুল গান্ধি৷
প্রায় রোজই ট্যুইটারে প্রধানমন্ত্রীকে নিশানা করছেন রাহুল গান্ধি৷ লাদাখ ইস্যুর পাশাপাশি করোনা সংক্রমণ, পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও নরেন্দ্র মোদিকে বিঁধে ট্যুইট করেছেন তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ দিন পাল্টা অভিযোগ করেছেন, রাহুল গান্ধি-সহ কংগ্রেস নেতাদের বক্তব্যে পাকিস্তান এবং চিন আরও উৎসাহিত হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Congress, India China, Ladakh, Narendra Modi, Rahul Gandhi