'বয়কট চিন' কি শুধুই হুজুগ? সেল শুরু হতেই শেষ চিনা ব্র্যান্ডের স্মার্টফোন

Last Updated:

এদেশে চিনা ব্র্যান্ডের স্মার্টফোনের জনপ্রিয়তায় যে এতটুকু চিড় ধরেনি, তা ফের প্রমাণ হয়ে গেল৷

#মুম্বই: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই দেশে চিনা পণ্য বয়কটের ডাক উঠেছিল৷ গত সোমবার চিনের হামলায় ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারানোর পরে সেই দাবি আরও জোরালো হয়েছে৷ সোশ্যাল মিডিয়াতেও লাগাতার প্রচার চলছে৷ কিন্তু চিনা পণ্য বয়কটের এই ডাক নিছকই হুজুগ কি না, ফের একবার সেই প্রশ্ন উঠল৷
গোটা বিশ্বের মতোই ভারতের বাজারে বিপুল জনপ্রিয় বিভিন্ন চিনা ব্র্যান্ডের মোবাইল৷ কয়েকদিন আগেই চিনা মোবাইল ব্র্যান্ড OnePlus ভারতের তাঁদের নতুন স্মার্ট ফোন OnePlus 8 Pro-এর সেল শুরু করে৷ আর সেই সেল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই নিঃশেষিত হয়ে গেল One Plus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন৷ ফলে এদেশে চিনা ব্র্যান্ডের স্মার্টফোনের জনপ্রিয়তায় যে এতটুকু চিড় ধরেনি, তা ফের প্রমাণ হয়ে গেল৷
advertisement
সেল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে সব ফোন বিক্রি হয়ে যাওয়ায় অনেক ভারতীয়ই রুষ্ট হন৷ ট্যুইটারে তাঁরা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে অপেক্ষা করার পরেও তাঁরা ফোন কেনার সুযোগ পেলেন না৷
advertisement
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতে রপ্তানীর পরিমাণের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে চিন৷ ভারতে চিনের মোট রপ্তানির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ৩.৮ লক্ষ কোটি টাকা৷
advertisement
One Plus ব্র্যান্ডটির মালিকানা রয়েছে চিনা সংস্থা BBK Electronics-এর হাতে৷ এই সংস্থার অন্যান্য কয়েকটি জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড হলো Oppo, Realme, Vivo এবং Iqoo৷ এই ব্র্যান্ডগুলির প্রত্যেকটি ভারতে বিপুল জনপ্রিয়৷ চিনা প্রযুক্তি সংস্থা Xiaomi ব্র্যান্ডের পর Oppo, Realme, Vivo-ই ভারতের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম৷
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
'বয়কট চিন' কি শুধুই হুজুগ? সেল শুরু হতেই শেষ চিনা ব্র্যান্ডের স্মার্টফোন
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement