প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসায় শিখর ধাওয়ান, লাদাখ সফর নিয়ে ট্যুইট গব্বরের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রীর এই সফরের প্রশংসা করে ট্যুইট করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শিখর ধাওয়ান৷
#দিল্লি: শুক্রবারই আচমকা লাদাখ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সীমান্তের বাস্তব পরিস্থিতি বুঝে নেওয়ার পাশাপাশি সেনাদের মনোবল বৃদ্ধি করতে ভাষণও দিয়েছেন তিনি৷ হাসপাতালে গিয়ে আহত সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছেন তিনি৷
প্রধানমন্ত্রীর এই সফরের প্রশংসা করে ট্যুইট করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শিখর ধাওয়ান৷ তাঁর মতে, প্রধানমন্ত্রীর এই সফর সেনা জওয়ানদের মনোবল অনেকটাই বাড়াবে৷
Great leadership shown by PM @narendramodi ji by visiting the troops in Leh. Great morale booster for our troops who are risking their lives for us. #ModiinLeh
— Shikhar Dhawan (@SDhawan25) July 3, 2020
advertisement
advertisement
ভারতীয় ক্রিকেটে গব্বর বলে খ্যাত এই বাঁহাতি ওপেনার ট্যুইটারে লিখেছেন, 'লেহতে গিয়ে বাহিনীর সঙ্গে দেখা করে দারুণ নেতৃত্বের উদাহরণ তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আমাদের জন্য যাঁরা জীবনের ঝুঁকি নেন, সেই নিরাপত্তা বাহিনীর জওয়ানরা মানসিক ভাবে উদ্বুদ্ধ হবেন৷'
এ দিন লাদাখে সেনা জওয়ানদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ভারতের বীর জওয়ানরা যে সাহস দেখিয়েছেন, তাতে গোটা বিশ্ব কাছে ভারতের শক্তির পরিচয় পেয়েছে৷' গালওয়ানে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় বাহিনী যে সাহসিকতা এবং পরাক্রম দেখিয়েছে, তারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷ পরে লেহ-এর হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী৷ আহত জওয়ানদের সুস্থতার কামনা করে তিনি জানান, 'সেনা জওয়ানরা দেশের কাছে অনুপ্রেরণা৷'
Location :
First Published :
July 03, 2020 6:54 PM IST