#লাদাখ: সীমান্তে ভারত চিন উত্তেজনার মধ্যেই লাদাখ গেলেন সেনা প্রধান এম এম নারভানে৷ সীমান্তের ঠিক কী পরিস্থিতি রয়েছে, তা বোঝার জন্য গ্রাউন্ড কম্যান্ডারদের সঙ্গে কথা বলার কথা তাঁর৷ পাশাপাশি, গত ১৫ জুন চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের দেখতে লেহ-এর সেনা হাসপাতালেও যান তিনি৷ সেনাবাহিনীর তরফে ট্যুইট করে সেকথা জানানো হয়েছে৷
প্রসঙ্গত এ দিনই সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কম্যান্ডার স্তরে দীর্ঘ ১১ ঘণ্টার বৈঠকের পর ভারত- চিন দু' পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে পিছু হটার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে৷ গত ১৫ জুন ভারত এবং চিনা সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ যদিও উত্তেজনা প্রশমনে আলোচনা শুরু করে দু' পক্ষই৷ তাতেই বরফ গলার ইঙ্গিত মিলেছে৷ তবে প্রয়োজনে চিনকে যোগ্য জবাব দিতে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছিল সেনাবাহিনী৷ এই পরিস্থিতিতে বাহিনীর মনোবল বাড়াতেই লাদাখে গেলেন সেনাপ্রধান৷
General MM Naravane #COAS interacting with our gallant soldiers at Military Hospital, Leh during his two day visit to Eastern #Ladakh. pic.twitter.com/pG22J7kIs4
— ADG PI - INDIAN ARMY (@adgpi) June 23, 2020
অন্যদিকে তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াতও এদিন লাদাখের আশেপাশে ফরওয়ার্ড বেসগুলিতে গিয়ে বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে তাঁদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India China, Indian Army, Ladakh, MM Naravane