চিনকে বড় ধাক্কা দিতে পারে ভারত! এই সব চিনা মালের আমদানি বন্ধ করতে ভারতের প্রস্তুতি

Last Updated:

চিনের সেনার হাতে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের মৃত্যুর প্রতিশোধ নিতে সীমান্তে যেমন তৈরি হচ্ছে বাহিনী, তেমনই চিনার ব্যবসায় ঘাটতির জন্য চিনা পণ্যের বাড়বাড়ন্ত বন্ধের দাবি তুলছেন দেশের সাধারণ মানুষ৷

#নয়াদিল্লি: চিনের সঙ্গে সম্পর্কে চিড় ধরার সঙ্গে সঙ্গে চিনা মাল ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে৷ এমনকি বহু চিনা সামগ্রী পোড়ানোর ছবিও উঠে এসেছে৷ চিনের সেনার হাতে শহিদ হওয়া ভারতীয় জওয়ানদের মৃত্যুর প্রতিশোধ নিতে সীমান্তে যেমন তৈরি হচ্ছে বাহিনী, তেমনই চিনার ব্যবসায় ঘাটতির জন্য চিনা পণ্যের বাড়বাড়ন্ত বন্ধের দাবি তুলছেন দেশের সাধারণ মানুষ৷ এবার সেই পথে হাঁটতে প্রস্তুত হচ্ছে সরকারও৷ যার জেরে জোর ধাক্কা খেতে পারে চিন, এমনই মনে করেছেন বিশেষজ্ঞরা৷
সূত্রের খবর, চিন থেকে বিপুল পরিমাণে সৌরযন্ত্রের আমদানি কমাতে চাইছে ভারত৷ দু’ ধরণের স্ট্র্যাটেজি বানানোর কাজ চলছে৷ পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রক (Ministry of Renewable Energy)জাতীয় উৎপাদনশীল সংস্থার জন্য নতুন প্রকল্পের ঘোষণা করতে পারে৷ বিদ্যুৎ মন্ত্রক আপাতত সিদ্ধান্ত নিয়েছে যে বেশি পরিমাণে যে সৌরশক্তি যুক্ত যন্ত্রাংশ আসত চিন থেকে, তাতে লাগাম টানা হবে৷
advertisement
মনে করা হচ্ছে অপ্রয়োজনীয় আমদানি করা হত যে সব জিনিস, যেমন প্যানেল, সেল, মডিউল, কন্ট্রোলাম, সেসব বন্ধ করা হবে৷ প্রায় ৮০ শতাংশ এই ধরণের পণ্য আসে চিন থেকে৷ এই সব বস্তু দেশেই তৈরি করা হবে৷ এর জন্য তৈরি হবে VGF মডেল এবং তার অধীনে ২৫ থেকে ৩৫ শতাংশ মূল্য তৈরি করা হবে এই সব৷
advertisement
advertisement
যদি অর্থমন্ত্রক VGF- Viability Gap Funding-প্রকল্প চালু করে তাহলে এই সুবিধা পাবে দেশের বিভিন্ন সংস্থা এবং লাভ হবে আদানি গ্রিন (Adani green), ভিকারাম সোলার (Vikaram Solar), আজুর পাওয়ার (Azure Power) এবং TPREL মতো সংস্থার৷
এছাড়াও নন এসেনশিয়াল প্রোডাক্ট বা অপ্রয়োজনীয় বস্তুর একটি তালিকা তৈরি হয়েছে৷ যা বণিক সংগঠন CII ও FICCI-র কাছে পাঠানো হয়েছে৷ এর মধ্যে রয়েছে রং, বার্নিশ, মেকআপ, চুলের জন্য ব্যবহৃত জেল, খেলার সরঞ্জাম, সিগারেট, মোটা কাঁচ, গাড়ির রেয়ার ভিউ মিরর এবং ঘড়ি৷
advertisement
প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের যে উদ্যোগ, তাতে এই সমস্ত পণ্য চিন থেকে না নিয়ে দেশে উৎপাদনের পক্ষে মত অনেক বিশেষজ্ঞের৷ তবে কীভাবে আমদানি আটকানো হবে তার রূপরেখাই তৈরি করা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
চিনকে বড় ধাক্কা দিতে পারে ভারত! এই সব চিনা মালের আমদানি বন্ধ করতে ভারতের প্রস্তুতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement