মস্কোয় চিনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাজনাথের বৈঠক? দাবি নস্যাৎ দিল্লির

Last Updated:

এই মুহূর্তে তিন দিনের রাশিয়া সফরে সেদেশে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷

#নয়াদিল্লি: মস্কো সফরের মাঝেই চিনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে পারেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ এ দিন এমনই দাবি করে চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস৷ যদিও এমন কোনও বৈঠকের সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিল নয়াদিল্লি৷
সূত্র উদ্ধৃত করে চিনের সরকারি সংবাদমাধ্যমে দাবি করা হয়, 'চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেংহে বুধবার রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে অংশ নেবেন এবং তার পরেই সীমান্ত উত্তেজনা কমানো নিয়ে তাঁর সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক হতে পারে৷'
যদিও নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রীর দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার এমন কোনও বৈঠক হওয়ার কথা নেই৷
advertisement
advertisement
এই মুহূর্তে তিন দিনের রাশিয়া সফরে সেদেশে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের ৭৫ বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা৷ এর পাশাপাশি রাশিয়ার শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর৷ ভারতের পক্ষ থেকে রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে অংশ নিতে সামরিক বাহিনীর ৭৫ জন সদস্যের একটি দল রাশিয়া পৌঁছেছে৷ চিন সহ এগারোটি দেশের বাহিনীর সঙ্গে তাঁদের প্যারেডে অংশ নেওয়ার কথা৷
advertisement
রাশিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ভারত এবং চিনের মধ্যে মধ্যস্থতার কোনও চেষ্টা করবে না৷ রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জে লাভরভ জানিয়েছেন, তাঁরা মনে করেন ভারত এবং চিন নিজেরাই আলোচনা করে সমস্যার নিষ্পত্তি করতে পারবে৷ প্রসঙ্গত এ দিনই ভারত, রাশিয়া এবং চিনের বিদেশমন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেন৷ তার পরেই এই মন্তব্য করেন রাশিয়ার বিদেশমন্ত্রী৷ ভারত এবং চিনও অবশ্য ইতিমধ্যে তৃতীয় কোনও দেশের মধ্যস্থতার সম্ভাবনা খারিজ করে দিয়েছে৷
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
মস্কোয় চিনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাজনাথের বৈঠক? দাবি নস্যাৎ দিল্লির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement