India-China Border Violence| চিনই ভারতীয় সেনার উপর প্রথমে হামলার নির্দেশ দেয়: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Last Updated:

মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, চিন সেনার ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের প্রধান জেনারেল ঝাও জংকি লাদাখে ভারত-চিন সীমান্তে অপারেশনের জন্য সেনাকে নির্দেশ দেন৷

#ওয়াশিংটন: লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে চিনই প্রথম ভারতীয় সেনার উপর হামলার নির্দেশ দেয়৷ এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা রিপোর্টে৷ গত ১৫ জুন চিন সেনার একজন সিনিয়র জেনারেল গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনার উপরে হামলার নির্দেশ দেন৷ শহিদ হন ২০ জন ভারতীয় জওয়ান৷
মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, চিন সেনার ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের প্রধান জেনারেল ঝাও জংকি লাদাখে ভারত-চিন সীমান্তে অপারেশনের জন্য সেনাকে নির্দেশ দেন৷ আসলে ঝাও অনেক দিন ধরেই দাবি করছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশগুলির কাছে চিন যেন কোনও ভাবেই দুর্বল প্রমাণিত না-হয়৷ এর আগে ২০১৭ সালে ডোকলামেও একই রকম হামলা চেয়েছিলেন ঝাও৷ কিন্তু সে বার হয়নি৷ লাদাখে এই হামলাটি চালিয়ে ভারতকে শিক্ষা দিতে চেয়েছিল চিন৷
advertisement
বয়কট চিন আন্দোলন বয়কট চিন আন্দোলন
advertisement
লাদাখের ঘটনা নিয়ে চিনের দাবির সঙ্গে মার্কিন গোয়েন্দা রিপোর্ট মিলছে না৷ মার্কিন গোয়েন্দারা স্পষ্ট জানাচ্ছেন, গালওয়ান ভ্যালির সংঘর্ষ মারাত্মক৷ ওই সংঘর্ষে কম করে ২০ জন ভারতীয় জওয়ান ও ৩৫ জন চিন সেনার মৃত্যু হয়েছে৷ দু তরফই পরস্পরের কয়েকজন সেনাকে আটক করে৷ পরে ছেড়ে দেওয়া হয়৷ মোটের উপর চিন ভারতকে তাদের শক্তি প্রদর্শন করল৷ যাতে ভারত মার্কিন বন্ধুত্ব ত্যাগ করে চিনের অর্থনীতির কাছে আত্মসমর্পণ করে৷
advertisement
কিন্তু চিনের পরিকল্পনা বুমেরাং হয়েছে৷ ২০ জন জওয়ান শহিদ হওয়ার পরেই ভারত জুড়ে চিন বিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছে৷ চিনা পণ্য বয়কট করা চলছে গোটা দেশে৷
বস্তুত, ৫জি পরিকাঠামো তৈরি করতে ভারত যাতে চিনা সংস্থা Huawei-এর সাহায্য না নেয়, তার জন্য ভারতকে  কয়েক মাস ধরেই চাপ দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ গালওয়ান ভ্যালির ঘটনার পরে ভারতে স্বতঃস্ফূর্ত ভাবেই চিনা অ্যাপ থেকে শুরু করে পণ্য, সব কিছু বর্জন শুরু হয়ে গিয়েছে৷ মার্কিন গোয়েন্দা বিভাগের একটি সূত্রের বক্তব্য, 'চিন যা চেয়েছিল, ঠিক তার বিপরীত হল৷ চিন সেনার জয় নয় এটা৷'
advertisement
মে মাস থেকে লাদাখ সীমান্তে ভারত-চিন, দুদেশের সেনাই একাধিক বার সংঘর্ষ জড়িয়েছে৷ ভারত-চিন তিক্ত সম্পর্ক চিন্তায় রাখছে বিশ্বকে৷ জুনের প্রথম সপ্তাহে ভারত-চিন উভয় পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ধীরে ধীরে সেনা সরাতে আগ্রহ প্রকাশ করতে শুরু করে৷ শান্তি প্রক্রিয়া ভালোই এগোচ্ছিল৷ কিন্তু গত ১৫ জুন ভারতীয় সেনার এক অফিসার-সহ ৩ সেনা কর্তা বৈঠক করতে যান চিন সেনার সঙ্গে৷ মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, আলোচনা তো দূর, ওই বৈঠক স্থলে কয়েক ডজন চিন সেনা কাঁটা লাগানো রড নিয়ে অপেক্ষা ছিল৷ নিরস্ত্র ভারতীয় সেনা অফিসারদের উপর অতর্কিতে হামলা চালায়৷
advertisement
গোটা ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'খুবই কঠিন পরিস্থিতি৷ আমরা ভারত ও চিনের সঙ্গে কথা বলছি৷ আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি৷ সব রকম সাহায্যের জন্য আমরা তৈরি৷'
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
India-China Border Violence| চিনই ভারতীয় সেনার উপর প্রথমে হামলার নির্দেশ দেয়: মার্কিন গোয়েন্দা রিপোর্ট
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement