ভারত-চিন পরিস্থিতি উত্তপ্ত! ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়ে দিল কেন্দ্র
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
একই সঙ্গে ভারতের হাতে থাকা ৫৯টি MiG-29s যুদ্ধবিমান আপগ্রেড করা হচ্ছে৷ এই পুরো প্রকল্পটিতে খরচ হচ্ছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা৷
#নয়াদিল্লি: ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতিতে ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল কেন্দ্র৷ রাশিয়ার কাছ থেকে ১২টি সুখোই Su-30 MKI ও ২১টি নতুন MiG-29s যুদ্ধবিমান কেনা হচ্ছে৷ একই সঙ্গে ভারতের হাতে থাকা ৫৯টি MiG-29s যুদ্ধবিমান আপগ্রেড করা হচ্ছে৷ এই পুরো প্রকল্পটিতে খরচ হচ্ছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা৷
ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার জন্য ২৪৮টি অস্ত্র এয়ার-টাইম এয়ার মিসাইল কেনার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক৷ পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নতুন ক্রুজ মিসাইল (১০০০ কিমি দূরে হামলা করতে সক্ষম) তৈরির ছাড়পত্রও দিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতির আবহে অত্যাধুনিক ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয় বায়ুসেনা৷ প্রস্তাবপত্রে বলা হয়েছিল, রাশিয়ার থেকে আরও MiG-29s যুদ্ধবিমান কেনার সঙ্গে MiG-29 কেনার চলতি চুক্তিতেও কিছু অদলবদল করা হবে৷ ২০১৬ সালে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরের পরে দ্বিতীয় পর্যায়ে এই ৩৩টি যুদ্ধবিমান কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা৷
advertisement
advertisement
সরকারকে পাঠানো বায়ুসেনার প্রস্তাব এও বলা হয়েছিল, এই যুদ্ধবিমান সম্বন্ধীয় সব উপকরণ ও যাবতীয় প্রক্রিয়া একেবারে স্বচ্ছ ভাবে বরাতের মাধ্যমে যেন করা হয়, যাতে না ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি হয়৷
Location :
First Published :
July 02, 2020 5:29 PM IST