বীর শহিদদের আত্মার শান্তি কামনা, শিবিরে রক্তদান ৫০জন রক্তদাতার

Last Updated:

বাড়ি সংলগ্ন নিজস্ব জমিতেই শহিদ শ্যামলের শেষকৃত্য হয়।

#পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সিংপুর গ্রামে আজ সকালে CRPF এর জওয়ানরা শহিদ জওয়ান শ্যামল কুমারদের মরদেহ নিয়ে আসে। সকলের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য মরদেহ সিংপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখা থাকে। এইসময়ে CRPF এর IG প্রদীপ কুমার সিংহ সহ অন্যান্য উর্দ্ধতন আধিকারিকরা, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলা শাসক, সাংসদ দীপক অধিকারী (দেব), রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, স্থানীয় বিধায়ক গীতা ভুঁইয়া সহ অন্যান্যরা শ্রদ্ধা জানান। রাজ্য সরকার পক্ষ থেকে গান স্যালুট জানান হয়েছে। পরে মরদেহ শ্যামলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখানে CRPF-এর পক্ষ থেকে গান স্যালুট জানান হয়। শহিদের বাড়ি সংলগ্ন নিজস্ব জমিতেই শ্যামলের শেষকৃত্য হয়।
বীর শহিদ সেনাদের আত্মার শান্তি কামনায় ক্যানিং সপ্তদ্বীপ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে।এই দিন বীর শহিফ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান করে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্যানিং ১ নম্বর ব্লকের যুব সভাপতি পরেশ রাম দাস।এই দিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দান করেন।
view comments
বাংলা খবর/ খবর/ভারত-চিন/
বীর শহিদদের আত্মার শান্তি কামনা, শিবিরে রক্তদান ৫০জন রক্তদাতার
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement