১৪০ মাইল প্রতি ঘণ্টায় এই উপকূলে আছড়ে পড়তে চলেছে ঝড়

Last Updated:
#ওয়াশিংটন: যেকোনও মুহূর্তে আছড়ে পড়বে হ্যারিকেন ফ্লোরেন্স ৷ আমেরিকার পূর্ব উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঝড় ৷ ক্যাটেগরি ৩ থেকে ক্যাটেগরি ৪ হয়ে আমেরিকায় আছড়ে পড়তে চলেছে ফ্লোরেন্স ৷
১৪০ মাইল প্রতি ঘণ্টায় আছড়ে পড়তে চলেছে এই ঝড় ৷ ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে ৷ গত কয়েক দশকে এমন ঝড়ের সাক্ষী থাকেনি আমেরিকা ৷ ট্যুইটারে ইতিমধ্যেই সকলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বলেন, ‘সকলে সতর্ক থাকুন ৷ সাবধানে থাকুন ৷’
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গভর্নর হেনরি ম্যাকমাস্টারের নির্দেশে ইতিমধ্যেই মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৷ উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে প্রায় প্রায় ১ মিলিয়ন মানুষকে সরিয়ে আনা হয়েছে ৷ বৃহস্পতিবারই আছড়ে পড়তে চলেছে এই ঝড় ৷ যার জেরে বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে স্কুল-কলেজ ৷ বিপর্যয় মোকাবিলা দলকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিককালে এই ধরণের ঝড়ের সম্মুখীন হয়নি দেশ ৷ ফ্লোরেন্সের জেরে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যেই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে ৷ হ্যারিকেন ঝড়ের কেন্দ্রস্থল বারমুডা ৷ আপাতত বারমুডা থেকে ৪৬৫ মাইল দূরে রয়েছে ফ্লোরেন্স ৷ আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তি বাড়াতে পারে ফ্লোরেন্স ৷ ঝড়ের তীব্রতা এতটাই বেশি যে, ফ্লোরেন্সকে ক্যাটাগরি ৪-র তালিকাভুক্ত করেছেন আবহাওয়াবিদরা ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
১৪০ মাইল প্রতি ঘণ্টায় এই উপকূলে আছড়ে পড়তে চলেছে ঝড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement