Howrah News: মাত্র সাত মাসের অনুশীলনে জাতীয় স্তরে পাওয়ারলিফটিং-এ সোনা জয় হাওড়া ডোমজুড়ের মৌলি হালদারের

Last Updated:

Gold in Powerlifting: অ্যাথলেটিক্সে টানা কয়েক বছর কঠোর অনুশীলন করে জ্যাভলিং,শটপুট এবং হ্যামারে পারদর্শী হয়ে ওঠে মৌলি।

+
title=

#হাওড়া: মাত্র সাত মাসের পাওয়ারলিফটিং অনুশীলনে সোনা জয় করে সারা ফেলে দিয়েছে, হাওড়ার কন্যা মৌলি হালদার। কানপুরে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ারলিফটিং প্রতিযোগিতায় সোনা জয় করেডোমজুড় সলপের বাসিন্দা মৌলি হালদার। খেলার প্রতি মনোযোগ ছিল ছোটবেলা থেকেই৷ তখন বয়স ২-৩, সেই থেকে যোগব্যায়াম শুরু, তারপর জিমন্যাস্টিক পরে অ্যাথলেটিক্সে যুক্ত হয় মৌলি। অ্যাথলেটিক্সে টানা কয়েক বছর কঠোর অনুশীলন করে জ্যাভলিং,শটপুট এবং হ্যামারে পারদর্শী হয়ে ওঠে মৌলি।
advertisement
তবে হ্যমারে বা জাভলিংয়ে কোন ভাবেই বাংলায় জায়গা করতে পারছিল না সে৷ হ্যামার জ্যাভলিং অনুশীলন একসময় বন্ধ করে দেয় মৌলি। তারপর নতুন অধ্যায় শুরু করে৷ মৌলির আবার মাঠে ফেরা, প্রশিক্ষক সম্পা গুহুর নির্দেশ মত সে শুরু করে পাওয়ারলিফটিং অনুশীলন। মাত্র কয়েক মাস পাওয়ারলিফটিং প্রশিক্ষণ নিয়েই সে যোগদান করে কানপুরে অনুষ্ঠিত সাবজুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ৷ প্রায় ৪০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে জাতীয় রেকর্ড সোনা জয় মৌলির।
advertisement
মৌলির মা বুলবুলি হালদার জানান, মেয়ে মৌলীকে একজন প্রতিষ্ঠাতা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করার তাঁর আশা। ছোটবেলা থেকে তিনিও খেলতে ভালবাসতেন৷ স্কুল জীবন পর্যন্ত খেলা পাঠ চলে৷ তারপর আর এগোয়নি খেলাধুলা। তবে মেয়ে মৌলির লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পরিবার এবং তিনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন। শুধু যে তার পরিবার তা নয় পাড়া-প্রতিবেশীরাও উৎসাহিত মৌলিকে নিয়ে। খেলাধুলার পাশাপাশি মৌলি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছে কলকাতা চারুচন্দ্র কলেজে প্রথম বর্ষের ছাত্রী। সেপ্টেম্বরে ন্যাশনাল গেমসে যোগদান করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে মৌলি। তবে মৌলির স্বপ্ন এশিয়া এবং অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মাত্র সাত মাসের অনুশীলনে জাতীয় স্তরে পাওয়ারলিফটিং-এ সোনা জয় হাওড়া ডোমজুড়ের মৌলি হালদারের
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement