Viral Chicken Pakora: চিকেন নয়, কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন পকোড়া! তুমুল চাহিদা! কিনতে পারেন আপনিও!

Last Updated:

Viral Chicken Pakora: কেজি দরে চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে! তাও খুব সস্তায়! আর কেন চিকেন কেনা!

+
title=

হাওড়া: চিকেন পকোড়া! শুনলেই জিভে জল। তাও আবার যদি বাবাইয়ের চিকেন পকোড়া হয়। তাহলে তো কথা নেই। বর্তমান সময়ে মুখরোচক খাবারের মধ্যে অন্যতম এই পদ। হোটেল রেস্তোরাঁয় খাবারের শুরুতে অথবা চা কফির আড্ডায় বেশ জমে ওঠে। এই খাবার গ্রাম ও শহরে চাহিদা সমান। অল্প দামে হাতে গরম মুখরোচক খাবার মানেই পকোড়া। বর্তমান সময়ে মাংসের এই পদের জনপ্রিয়তা তুঙ্গে। গ্রামীণ সড়ক বা রাজ্য সড়কের পার্শ্ববর্তীতে হু হু করে গড়ে উঠছে ফাস্টফুড বা তেলে ভাজার দোকান। সন্ধা হলেই বাহারি আলোয় ঝলমল করছে সেই সব দোকান।
অধিকাংশ দোকানে দেখা মিলবে কাঁচের র‍্যাকে তাক দেওয়া রয়েছে বিভিন্ন পকোড়া। পকোড়ার তালিকায় মাংস ছাড়াও আছে বেশ কয় রকম। তবে সবচাইতে চাহিদা দেখা যায় এই চিকেন পকোড়ার। বিভিন্ন খাবারের সঙ্গে কমন তালিকায় থাকে পকোড়া। অনেকেই রয়েছে সন্ধায় অফিস ফিরতি পথ বা বাড়ি থেকে অল্প সময় অবসরে পকোড়া খেতেই হাজির হয়। অল্প দামে মুখরাচক খাবার পকোড়ার জনপ্রিয়তা হওয়ার মূল কারণ। তবে আরও একটি সুবিধা হল, অর্ডার দেওয়া মাত্রই হাতে পাওয়া যায় গরম পাকোড়া।
advertisement
আরও পড়ুন:  চায়ের দোকানের পাশে পড়ে ছিল ৬০০ বছরের পুরনো কষ্টিপাথরের বুদ্ধ মূর্তি! জঙ্গল মহলে গবেষকদের ভিড়!
advertisement
আরও পড়ুন: 
দোকানগুলিতে অর্ধেক ভাজা করে র‍্যাকে সাজিয়ে রাখা। তারপর খরিদ্দারের অর্ডার মতো দু চার মিনিটের অপেক্ষায় গরম গরম সার্ভ করে দেওয়া। পকোড়া পিস দরে বা ওজনে বিক্রি হয়। ১২ থেকে কুড়ি টাকা পিস। আর ওজন ৩০ থেকে ৫০ টাকা ১০০ গ্রাম। সাধারণত পিসের পকোড়া সাইজ একটু বড় হয়। সেই দিক থেকে স্বাদে অতুলনীয় বাবাই এর পাকোড়া। ১০০ গ্রাম ৩৫ টাকা। ১০০ গ্রামে থাকে পাঁচ থেকে সাত পিস।ক্রেতা সুমিতা সাহা জানান, এই দোকানে চিকেন পকোড়া সহ চিকেন নানা পদ খেতেই আসা। পরিষ্কার পরিচ্ছন্ন, তার পাশাপাশি বেশ সুস্বাদু। বিক্রেতা বাবাই সাউ জানান, প্রায় চার বছর পকোড়া বিক্রি হচ্ছে। চাহিদা বেশ ভাল। পকোড়া খেতে দূর দূরান্ত থেকে আসে মানুষ। দুপুর থেকে প্রস্তুতি নিয়ে বিকেল হলেই পকোড়া ভাজা শুরু। বেচাকেনা চলে বিকেল থেকে কয়েক ঘণ্টা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Viral Chicken Pakora: চিকেন নয়, কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন পকোড়া! তুমুল চাহিদা! কিনতে পারেন আপনিও!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement