Howrah News- দেশের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া থেকে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
বর্তমানে দেশের রাজধানী দিল্লী থেকে বারাণসী এবং দিল্লী থেকে কাটরার মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলে । এবার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস শুরু হতে চলেছে হাওড়া থেকে রাঁচি পর্যন্ত ।
#হাওড়া- দেশ জুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে বেশ কয়েক মাস থমকে ছিল রেলের চাকা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, পুনরায় আগের ছন্দে ফিরতে চলেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই বেশ কয়েকটি রুটে প্যাসেঞ্জার না হওয়ায় সেই সকল রুটে অলাভজনক ট্রেনগুলি চালানো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফ থেকে। বদলে নতুন রুটে ট্রেন চালানোর পরিকল্পনাও গ্রহন করেছে ভারতীয় রেল। তবে এইসবের মধ্যেই এবার নতুন একটি পালক যুক্ত হতে চলেছে হাওড়া স্টেশনের মুকুটে (Howrah News)। খুব শীঘ্রই হাওড়া থেকে চালু হতে চলেছে দেশের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।
বর্তমানে দেশের রাজধানী দিল্লি থেকে বারাণসী এবং দিল্লি থেকে কাটরার মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলে । এবার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে হাওড়া থেকে রাঁচি পর্যন্ত (Howrah News)। পূর্ব রেল সূত্রে জানা গেছে, এই সেমি হাই স্পিড ট্রেন হাওড়া থেকে দূর্গাপুর, আসানসোল, ধানবাদ, চন্দ্রপুরা জংশন, বোকারো, মুরি হয়ে রাঁচি যাবে (Vande Bharat Express)। অর্থাৎ শতাব্দী এক্সপ্রেসের রুট ধরেই চলবে এই ট্রেন। তবে কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন, সেকথা এখনও জানানো হয়নি।
advertisement
যাত্রাপথে ট্রেনটির গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিমি (Vande Bharat Express)। হাওড়া থেকে রাঁচি পৌঁছতে বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগবে মাত্র সাড়ে চার ঘণ্টা (Howrah News), যে দূরত্ব শতাব্দী এক্সপ্রেসের অতিক্রম করতে সময় লাগতো সাড়ে সাত ঘণ্টারও বেশী সময়। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলিতে আরামদায়ক বসার জায়গার পাশাপাশি থাকবে স্বয়ংক্রিয় দরজা, অন বোর্ড হটস্পট ওয়াইফাই সিস্টেম। এছাড়াও ট্রেনগুলিতে থাকবে জিপিএস (GPS) নির্ভর প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (Passenger Information System)। এগুলির পাশাপাশি প্রতিটি টয়লেটে বায়ো ভ্যাকুমের ব্যবস্থাও রয়েছে৷ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রতিটি কোচে প্যান্ট্রিও রয়েছে৷ অত্যাধুনিক এই কামরায় ট্রেনের চলার সময় যাতে ভিতরে শব্দ খুব কম পৌঁছয়, সেই ব্যবস্থাও করা হয়েছে।
advertisement
advertisement
সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছরের মার্চ মাস নাগাদ চালু হতে পারে এই পরিষেবা (Howrah News)। তবে এই বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) চড়তে গেলে শতাব্দীর থেকে একটু বেশি ভাড়া আপনাকে গুনতেই হবে, সে কথা বলাই যায়।
Santanu Chakraborty
Location :
First Published :
December 09, 2021 9:55 PM IST