Howrah News: নৌকায় চড়ে মশাল জ্বালিয়ে নদীতে দুর্গার বিসর্জন! এক অন্য উন্মাদনা হাওড়ায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বোধন থেকে বিসর্জন বাঙালির আনন্দে উচ্ছ্বসিত, দুর্গোৎসবের আনন্দে মত্ত। বোধনে যেভাবে আনন্দ বা উৎসবের সূচনাতে যে আনন্দ বাঙালির মনেফুটে ওঠে, কিন্তু যতই বিসর্জন বা ভাসানের দিকে একটু একটু দিন এগিয়ে যায় ততো যেন মন ভারাক্রান্ত হয়ে ওঠে বাঙালির, এটাই যেন চেনা ছবি।
#হাওড়া : বোধন থেকে বিসর্জন বাঙালির আনন্দে উচ্ছ্বসিত, দুর্গোৎসবের আনন্দে মত্ত। বোধনে যেভাবে আনন্দ বা উৎসবের সূচনাতে যে আনন্দ বাঙালির মনেফুটে ওঠে, কিন্তু যতই বিসর্জন বা ভাসানের দিকে একটু একটু দিন এগিয়ে যায় ততো যেন মন ভারাক্রান্ত হয়ে ওঠে বাঙালির, এটাই যেন চেনা ছবি। তবে বোধন যে আনন্দ সেই আনন্দ যেন আরো কয়েকগুণ বেড়ে যায় বিসর্জনে। ভাসানেও দিকে দিকে চমক, সবে রাজ্যজুড়ে জেলায় জেলায় কার্নিভাল অনুষ্ঠান সমাপ্ত।
শনিবার কলকাতার বুকে মহাকার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। জেলা জুড়ে কার্নিভাল নিয়ে মেতে উঠেছে দুর্গাপুজো উদ্যোক্তারা তা দেখা গিয়েছে, ঠিক তার মাঝেই বিসর্জনে মেতে উঠেছে হাওড়া জেলার একব্বরপুরের গ্রামের প্রায় সমস্ত মানুষ একব্বরপুর দক্ষিণরাই যুবক সংঘের প্রতিমা ভাসান অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনন্য প্রতিমা ভাসান একাব্বরপুর দক্ষিণরাই যুবক সংঘের।
advertisement
আরও পড়ুনঃ কৃষিই অগ্রগতির ভিত্তি! 'লক্ষ্মীগ্রামে' এই থিমেই সাজছে লক্ষ্মী পুজোর মণ্ডপ
জোড়া শালতিতে প্রথমে প্রতিমাকে তোলা হয়। তার সঙ্গে ছোট বড় নৌকো ক্যানেলের বুকে ভেসে বেড়াবে, ছোট বড় শালতিডিঙিতে গ্রামের মানুষ। জোড়া শালতিকে পথ দেখাবে মশাল। এর রীতি শুরু থেকেই গত ৭৮ বছর ধরে হয়ে আসছে, দক্ষিণরায় যুবক সংঘের এ বছর ৭৯ তম বর্ষের, প্রতিবছর জাঁকজমকপূর্ণ মাতৃ আরাধনা, তবে এই গত কয়েক বছর থিম পুজো আরো মানুষের আকর্ষণ বেড়েছে। বছর বছর নিত্য নতুন থিম এলাকার মানুষ দারুণভাবে আনন্দ পায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাংলার তাঁত শিল্প এবং শিল্পীদের অবস্থা হাওড়ার ব্যাটরার মণ্ডপে
তবে এই পুজোর বিশেষ আকর্ষণ হল প্রতিমা ভাসান অনুষ্ঠান। প্রতি বছরের রীতি অনুযায়ী এ বছরও ক্যানেলে জোড়া শালতিতে প্রতিমা তোলা হয় ক্যানেল প্রদক্ষিণ করে সেই জোড়া শালতি। তার সঙ্গে থাকে অসংখ্য ছোট বড় নৌকো ডিঙি তাতে গ্রামের আট থেকে ৮০ পুরুষ মহিলা সকলেই উপস্থিত। এই ভাসান অনুষ্ঠানে গান বাজনা বাজির বাহার মানুষের উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
advertisement
Rakesh Maity
Location :
First Published :
October 08, 2022 5:02 PM IST