Howrah News: কৃষিই অগ্রগতির ভিত্তি! 'লক্ষ্মীগ্রামে' এই থিমেই সাজছে লক্ষ্মী পুজোর মণ্ডপ

Last Updated:

বাগনান ১ ব্লকের নদী সংলগ্ন গ্রাম জোকা, একসময় এই গ্রামেরপ্রায় প্রতিটি পরিবারই কৃষির সঙ্গে যুক্ত ছিল। তবে বর্তমানে নবপ্রজন্ম কৃষি বিমুখ।

#হাওড়া : বাগনান ১ ব্লকের নদী সংলগ্ন গ্রাম জোকা, একসময় এই গ্রামেরপ্রায় প্রতিটি পরিবারই কৃষির সঙ্গে যুক্ত ছিল। তবে বর্তমানে নবপ্রজন্ম কৃষি বিমুখ। কৃষিই অগ্রগতির ভিত্তি, বাগনানের গ্রামে কোজাগরী লক্ষ্মীপুজোয় অভিনব ভাবনা বাংলা কৃষি প্রধান রাজ্য। বাংলার সামগ্রিক প্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধি কৃষির উপর ভীষণভাবে নির্ভরশীল। কৃষির উন্নয়ন মানে সমাজ, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়ন। সেই ভাবনাকেই এবার লক্ষ্মী পুজোর থিম হিসাবে তুলে ধরেছে গ্রামীণ হাওড়ার বাগনান-১ ব্লকের জোকা গ্রামের জোকা সৃষ্টি ক্লাব।
হাওড়া জেলার খালনা 'লক্ষ্মীগ্রাম' হিসাবে বাংলার বুকে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে সমানে সমানে পাল্লা দিচ্ছে বাগনানের দামোদর লাগোয়া জোকা গ্রাম। বেশ কয়েক বছর ধরে জোকা গ্রামে অত্যন্ত জাঁকজমক সহকারে লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হয়। জোকা গ্রামের বিগ বাজেটের লক্ষ্মীপুজোগুলোর মধ্যে সৃষ্টি ক্লাবের পুজো অন্যতম। এবার ১১ তম বর্ষে তাদের ভাবনা 'কৃষি উন্নয়ন, সার্বিক উন্নয়ন'।
advertisement
আরও পড়ুনঃ নিরঞ্জনের পর নদীদূষণ ঠেকাতে পুরসভার উদ্যোগ
গ্রাম্য সংস্কৃতির মধ্যে এই ভাবনাকে শিল্পীরা তাঁদের শৈল্পিক ভাবনায় তুলে ধরছেন। আর্ট কলেজের ছাত্রছাত্রীদের তুলির টানে সেজে উঠছে মন্ডপ। মন্ডপসজ্জায় খড়, কাপড়ের মতো বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পুজোর অন্যতম উদ্যোক্তা মলয় গুছাইতের কথায়, জোকা গ্রাম কৃষিপ্রধান গ্রাম। বহুদিন থেকে এখানকার মানুষ কৃষির উপর ভীষণভাবে নির্ভরশীল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাওড়ার গ্রামেও জাঁকজমকপূর্ণ দেবীভাসান, সেজে উঠেছে বিসর্জন ঘাট
কিন্তু নতুন প্রজন্ম বিভিন্ন কারণে ক্রমশ কৃষি থেকে বিমুখ। কৃষি আমাদের সামগ্রিক উন্নয়নের প্রধান ভিত্তি। এই বিষয়টাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এবারের এই থিম। তিনি জানান, এবার পুজোর বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা। মন্ডপের পাশাপাশি প্রতিমাতেও এবারের ভাবনার প্রতিফলন ঘটবে। স্থানীয় শিল্পী বুবাই দেঁড়ে ও আর্ট কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী এবার মন্ডপসজ্জায় রয়েছেন। তারাই শৈল্পিক ভাবনায় মন্ডপ সাজিয়ে তুলছেন।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: কৃষিই অগ্রগতির ভিত্তি! 'লক্ষ্মীগ্রামে' এই থিমেই সাজছে লক্ষ্মী পুজোর মণ্ডপ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement