Howrah News: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে অভিনব ভাবনায় সেজে উঠেছে এক হাট

Last Updated:

সাঁঝের হাট! সাঁঝ বেলা, দিনের পড়তি আলো ও সন্ধা শুরু হওয়া, সে সময়েই এক হাটের শুরু, হাওড়ার সাঁতরাগাছতে এমনই এক হাট। যে হাট অন্যান্য আর পাঁচটা হাটের থেকে একটু আলাদা। যদিও এই হাটে জামা কাপড় খাবার, ঘর সাজানো সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসেরই সম্ভার।

+
স্বনির্ভর

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে অভিনব ভাবনায় সেজে উঠেছে এক হাট 

#হাওড়া : সাঁঝের হাট! সাঁঝ বেলা, দিনের পড়তি আলো ও সন্ধা শুরু হওয়া, সে সময়েই এক হাটের শুরু, হাওড়ার সাঁতরাগাছতে এমনই এক হাট। যে হাট অন্যান্য আর পাঁচটা হাটের থেকে একটু আলাদা। যদিও এই হাটে জামা কাপড় খাবার, ঘর সাজানো সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসেরই সম্ভার। তবে এই হাটে যে বিষয়টা অন্য পাঁচটা হাটের থেকে আলাদা করেছে, সেটি হল স্টলের সমস্ত বিক্রেতাই মহিলা যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। তাদের হাতের তৈরি নানা জিনিসের মেলা, এই হাটের বিশেষ আকর্ষণ হল নিত্যনতুন খাবার যা একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজের হাতে পোশাক থেকে খাদ্য তৈরি করে পসরা সাজিয়েছে স্টলে।
সরকারিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি হাওড়ায় সুষমা দত্ত ফাউন্ডেশন ফর ওমেন্স কেয়ারের উদ্যোগে এই হাটের আয়োজন। উদ্যোক্তা সুজিত দত্ত জানান, হাটের মূল লক্ষ হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিন করে তোলা।স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী মানুষের সামনে তুলে ধরতে পেরে দারুণভাব আনন্দিত।
advertisement
আবার এই উৎসবের মরশুমে একই স্থানে বিভিন্ন সামগ্রীর পসরা, তার ওপর কোনোটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি আবার কোনটি হাতের কারুকার্য যা দেখতে এবং কেনাকাটা করতে ভীষণভাবে আগ্রহী দেখা যাচ্ছে সাধারন মানুষ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানাচ্ছেন, বছরে এই কয়েকটা দিন হাটের মাধ্যমে তাদের তৈরি জিনিস মানুষের কাছে তুলেধরা বা পৌঁছে দেয়া হচ্ছে যা থেকে সারা বছরের ব্যবসা হতে পারে, তারা লাভের মুখ দেখবে ব্যবসায়। এর ফলে তারা দারুণভাবে উৎসাহিত।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে অভিনব ভাবনায় সেজে উঠেছে এক হাট
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement