Howrah News: শ্যামপুর রামনগরে আহত গন্ধগোকুল ও বাগনান লাইব্রেরী মোড়ে বন বিড়াল ছানা উদ্ধার

Last Updated:

আহত গন্ধগোকুল ও বাচ্চা বন বিড়াল উদ্ধার, জেলার পাশাপশি দুটি ব্লক শ্যামপুর ও বাগনান রাজ্য প্রাণী বাঘরোল সহ নানা বন্যপ্রাণীর আবাসস্থল বলে চলে, জনবসতি ও সড়ক উন্নয়নের ফলে কোণঠাসা হয়ে পড়ছে বন্যপ্রাণী গুলি

#হাওড়া : আহত গন্ধগোকুল ও বাচ্চা বন বিড়াল উদ্ধার, জেলার পাশাপশি দুটি ব্লক শ্যামপুর ও বাগনান রাজ্য প্রাণী বাঘরোল সহ নানা বন্যপ্রাণীর আবাসস্থল বলে চলে, জনবসতি ও সড়ক উন্নয়নের ফলে কোণঠাসা হয়ে পড়ছে বন্যপ্রাণী গুলি, তার জেরে লোকালয়ে বা ব্যস্ত সড়কের সংস্পর্শে এসে দুর্ঘটনার কবলে ওরা, এমন ঘটনা হামেশা। আবারও এমনই ঘটনা শ্যামপুর ব্লকের রামনগরের রাস্তার পার্শ্ববর্তী থেকে আহত গন্ধগোকুল ও বাগনান লাইব্রেরী মোড়ের একটি বেসরকারি হাসপাতালের ছাদ থেকে উদ্ধার একটি বন বিড়াল ছানা, স্থানীয় মানুষ এবং পরিবেশ প্রেমী সংগঠনের তৎপরতায় বন্য প্রাণী দুটি বনদফতরের হাতে তুলে দেওয়া সম্ভব হয়।
জানা যায়, এদিন প্রথমে শ্যামপুর রামনগরের স্থানীয়রা খবর দেয় ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অর্পণ দাসকে ফোন করে জানায় ওই এলাকায় রাস্তার পাশেই পড়ে রয়েছে একটি আহত গন্ধগোকুল, সেই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে আহত গন্ধগোকুলটিকে উদ্ধার করে পরিবেশপ্রেমী সংগঠনের অন্যতম সদস্য অর্পণ দাস। এদিনই আবারও ওই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে খবর আসে বাগনান লাইব্রেরী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের ছাদে দেখা গেছে একটি বাচ্চা বন বিড়াল।
advertisement
ওই হাসপাতালের দুই কর্মী রাহুল আমিন এবং রুমা সাঁতরা বাচ্ছা বন বিড়ালটিকে একটি বস্তার মধ্যে ধরে রাখে। ঘটনার স্থলে পৌঁছয় পরিবেশপ্রেমী সংগঠনের দুই সদস্য অর্পণ দাস এবং অনির্বাণ সেনাপতি, সেখান থেকে বাচ্চা বনবিড়ালটি উদ্ধার করে, খবর দেওয়া হয় বনদফতরে, বনফতরের কর্মীরা এলে তাদের হাতে প্রাণী দুটিকে তুলে দেওয়া হয়। জানা যায়, আহত গন্ধগোকুল এবং বাচ্ছা বনবিড়াল টিকে উদ্ধার করে গড়চুমুক নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের পর্যবেক্ষণ রাখা হবে এবং চিকিৎসা চলবে।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: শ্যামপুর রামনগরে আহত গন্ধগোকুল ও বাগনান লাইব্রেরী মোড়ে বন বিড়াল ছানা উদ্ধার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement