Howrah News: মাকে ফিরে পেল দুই বাঘরোল শাবক, পরিবেশ কর্মীদের তৎপরতাতেই শেষ রক্ষা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের।
হাওড়া: মায়ের কাছে ফিরল সন্তানেরা। কয়েক দিন আগে এক মর্মান্তিক ঘটনা সামনে আসে। কিছু অসাধু মানুষের হাতে অসময়ে প্রাণ হারায় এক বাঘরোল। সেই ঘটনায় যুক্ত ছ’জন অভিযুক্তকে বনদফতরের তৎপরতায় গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার পুনরাবৃত্তি।
তবে এবার কোনও রকম বিপদের মুখে পড়ার আগেই পরিবেশ কর্মীদের নজরে আসে পুরো বিষয়টি। কুকুরের তাড়া খেয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায় দুই বাঘরোল শাবক। যদিও তাদের উদ্ধার করা হয়েছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর সেই দুই শাবককে ফেরানো সম্ভব হয়েছে তাদের মায়ের কাছে। জানা যায়, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের।
advertisement
advertisement
পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, সুস্থ স্বাভাবিক বন্যপ্রাণকে ধরে বন বিভাগে দেওয়া সংরক্ষণ নয়। বন্যপ্রাণকে তার নিজের এলাকাতে থাকতে দিলে তবেই এলাকার বাস্তুতন্ত্র বজায় থাকবে।
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2024 12:17 PM IST








