Howrah News: বর্জ্য পদার্থ থেকে টি শার্ট! দূষণ নিয়ন্ত্রণ করে শিল্পের দিশায় প্রথম উলুবেড়িয়া পৌরসভা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
নদীর দূষণ নিয়ন্ত্রণ করে শিল্পের দিশায় রাজ্যে প্রথম উলুবেড়িয়া পৌরসভা, বর্তমানে সময়ে দূষণে জর্জরিত সারা বিশ্ব, এবার দূষণ পদার্থ থেকে শিল্পের সম্ভাবনা
হাওড়া: নদীর দূষণ নিয়ন্ত্রণ করে শিল্পের দিশায় রাজ্যে প্রথম উলুবেড়িয়া পৌরসভা। বর্তমানে সময়ে দূষণে জর্জরিত সারা বিশ্ব। সেই সমস্যা মারাত্মক ভাবে প্রভাব পড়েছে আমাদের দেশেও। এ জ্বলন্ত সমস্যা থেকে রক্ষা পায়নি গঙ্গা। শুধু পবিত্র তথা পুজো আরাধনায় বা পুজোর উপকরণ হিসেবে গঙ্গা জল, তা কিন্তু নয়।
আমাদের দেশ ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষ সরাসরি গঙ্গার-সহ সমস্ত নদী গুলির সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করে থাকে। সে দিক থেকে প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের রুটি রুজির কথা ভেবে সরকারি ভাবে উদ্যোগ নিয়ে দূষণ রুখতে বিভিন্ন কর্মসূচি। ‘নমামী গঙ্গে ‘ প্রজেক্টে কাজ শুরু হয়েছে দেশ জুড়ে। সারাদেশ জুড়ে সরকারি এবং বেসরকারি এবং সেচ্ছাসেবীদের প্রচেষ্টায় নদী দূষণ মুক্তির প্রচার অভিযান চলছে। এবার দূষণকারী পদার্থ থেকে শিল্পের সম্ভবনা। মূলত দূষণ রোধ করার চেষ্টা চলছে বিভিন্ন ভাবে। সেই দিক থেকে নানা উপায়ে সচেতন বার্তা-সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
advertisement
আরও পড়ুন: গার্ডেনিংয়ের নেশা বাড়ার সঙ্গে সঙ্গে সুযোগ বাড়ছে নার্সারি ব্যবসায়, রয়েছে বিপুল আয়ের হাতছানি
advertisement
তবে এর থেকেও এক ধাপ এগিয়ে উলুবেড়িয়া পৌরসভা। নমামি গঙ্গে ন্যায়শনাল ইনস্টিউট অফ আর্বান এফিয়ার্ড এর তরফ থেকে রাজ্যে ২২ টি পৌরসভার মধ্যে প্রথম স্থান অধিকারী উলুবেড়িয়া পৌরসভা। এ বিষয়ে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, দূষণ নিয়ন্ত্রণে পাশাপাশি দূষণ সামগ্রী থেকে অর্থনৈতিক দিশা অর্থাৎ শিল্পের সম্ভবনা।
advertisement
মূলত যে বিষয়ে সাফল্য, তা হল বর্তমান সময়ে নিকাশি সমস্যার মূল উপাদান প্লাস্টিক বোতল এবং কচুরি পানা। এই দুই বর্জ্য একটি প্রাকৃতিক জৈব এবং অন্যটি ক্ষতিকারক প্লাস্টিক। কচুরিপানা থেকে ডাইরির কভার পেজে বিভিন্ন শৌখিন হাতের কাজ। অন্যদিকে প্লাস্টিকের বোতল থেকে বিশেষ উপায়ে গেঞ্জি তৈরি করা হবে। এই শিল্পের সম্ভাবনা থেকেই প্রথম স্থান।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 8:57 PM IST