Train Cancellation: রবিবার হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

Last Updated:

ট্র্যাক, ওএইচই ও সিগন্যালিং-এর কাজে জন্য রবিবার বেশ কিছু ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করার নির্দেশিকা জারি করল রেল

রবিবার মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজের জেরে বেশ কিছু ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ
রবিবার মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজের জেরে বেশ কিছু ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ
হাওড়া: ট্র্যাক, ওএইচই ও সিগন্যালিং-এর কাজে জন্য রবিবার বেশ কিছু ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করার নির্দেশিকা জারি করল রেল। হাওড়া-বর্ধমান কর্ড, ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া মেন লাইন, কাটোয়া-আজিমগঞ্জ এবং খানা-গুমানি সেকশনে ট্র্যাক, ওএইচই এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
হাওড়া থেকে যে-যে ট্রেন বাতিল হচ্ছে– 36825, 36827, 36033, 37915, 37827, 37235, 37237, 37819, 37651। বর্ধমান থেকে: 36840, 36842, 03517, 376842। সাগর থেকে 322 27, 32229, 32231। ডানকুনি থেকে : 32228 , 32230, 32232। চন্দনপুর থেকে: 36034।
আসানসোল থেকে: 03548
advertisement
ব্যান্ডেল থেকে: 37749, 37242, 37244, 37536, 37538। কাটোয়া থেকে: 37748, 37924, 03035, 03095, 03097। আজিমগঞ্জ থেকে: 360,309, 309, 3097। 3 7535, 37537।
advertisement
ট্রেনগুলির পুনঃনির্ধারণ:
(১) 13031 হাওড়া থেকে 12.20 টায় পুনরায় নির্ধারিত হব 11.05 ঘন্টার পরিবর্তে (২) 12347 আপ হাওড়া থেকে 13.25 টায় পুনরায় নির্ধারিত হবে  11.55 ঘন্টার পরিবর্তে। (৩) 12348 Dn রামপুরহাট থেকে 17.40 টায় পুনরায় নির্ধারিত হবে 16.40 ঘন্টার পরিবর্তে। (৪) 13151 আপ কলকাতা থেকে 12.45 টায় পুনরায় নির্ধারিত হবে 11.45 ঘন্টার পরিবর্তে এবং চলার পথে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হবে। (৫) 13054 ডি এন রাধিকাপুর থেকে 07.45 টায় পুনরায় নির্ধারিত হবে 05.45 ঘন্টার পরিবর্তে। (৬) 13188 ডি এন রামপুরহাট থেকে 14.30 টায় পুনরায় নির্ধারিত হবে 14.05 ঘন্টার পরিবর্তে (৭) 12338 ডি এন বোলপুর থেকে শান্তিনিকেতনে 13.40 টায় পুনরায় নির্ধারিত হবে 13.10 ঘন্টার পরিবর্তে (৮) 12339 আপ হাওড়া থেকে 17.50 টায় পুনরায় নির্ধারিত হবে 17.20 ঘন্টার পরিবর্তে। (৯) 35017 আপ 15.00 টায় বর্ধমান থেকে পুনরায় নির্ধারিত হবে 14.00 ঘন্টার পরিবর্তে (১০) 03059 আপ কাটোয়া জং থেকে 14.30 টায় পুনরায় নির্ধারিত হবে৷ 13.05 ঘন্টার পরিবর্তে (১১) 03061 আপ কাটোয়া জং থেকে 14.40 টায় পুনরায় নির্ধারিত হবে৷ 14.00 ঘন্টার পরিবর্তে। 13054 DN রাধিকাপুর থেকে 07.45 টায় পুনরায় নির্ধারিত হবে 05.45 ঘন্টার পরিবর্তে।
advertisement
ট্রেন নিয়ন্ত্রণ:
(১) 13466 পথে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। (২) 12504 Dn পথে ১ ঘন্টা নিয়ন্ত্রণ করা হবে। (৩) 13015 আপ ২ ঘন্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে। (৪) 13016 Dn আসানসোল বিভাগে ২ ঘণ্টার জন্য নিয়ন্ত্রিত হবে। (৫) 03112 Dn আসানসোল বিভাগে ১ ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Train Cancellation: রবিবার হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement