Tomato: টমেটোর দামে আগুন, এরই মধ্যে চলছে 'টমেটো উৎসব'! বিরাট সস্তায় কিনুন টমেটো..
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সাধারণ মানুষকে স্বস্তি দিতে অভিনব উৎসব পালন। নাম দেওয়া হয়েছে টমেটো উৎসব।
হাওড়া: সাধারণ মানুষকে স্বস্তি দিতে অভিনব উৎসব পালন। নাম দেওয়া হয়েছে টমেটো উৎসব। বিগত কয়েক সপ্তাহে বেড়েছে টমেটো থেকে নানা সবজীর দাম। ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে টমেটো-কাঁচালঙ্কার দাম। তবে তার মধ্যেও আদার দাম কিছুটা নিম্নমুখী।
নিত্যদিনের প্রয়োজনের তালিকায় রয়েছে কাঁচালঙ্কা থেকে টমেটো, আদা।সেই দিক থেকে সাধারণমানুষকে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতেচন্দ্রবাটি প্রমিস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে অভিনব ভাবনা। খুচরো বাজারে চড়া মূল্যের তুলনামূলক কম দামে টমেটো কাঁচালঙ্কা এবং আদার জোগান। এই ব্যবস্থা প্রতি রবিবার করা হবে বলে জানান হয় ওই সংস্থার পক্ষ থেকে।
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রায় পাইকারি বাজারের সমতুল্য দামে দেওয়া হবে এইসব সবজি। যা খুচরো বাজার থেকে অনেকটাই কম। ১২০ টাকায় টমেটো, কাঁচালঙ্কা ১২০ টাকা এবং আদা ২০০ টাকা কেজি। পাইকারি বাজার থেকে যে দামে কেনা, সেই একই দামেই তুলে দেওয়া হল ক্রেতাদের হাতে।
advertisement
বেশ কিছুদিন ধরে চড়া বাজারের জেরে মানুষ অস্থির হয়ে পড়েছিল। রবিবার সকালে এই সংস্থার সহযোগিতায় কাঁচালঙ্কা টমেটো এবং আদা সস্তায় পেয়ে মানুষ একপ্রকার ঝাঁপিয়ে পড়েছিল। কিছুক্ষণের মধ্যেই প্রায় অর্ধেক পরিমাণ টমেটো, কাঁচালঙ্কা শেষ হয়ে যায়।
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 1:06 PM IST