Howrah News: সংশোধনাগার থেকে জেলা সর্বত্র বাড়ছে ডেঙ্গুর প্রকোপ! পাশাপাশি দেখা দিচ্ছে ম্যালেরিয়াও
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
: সংশোধনাগারে ডেঙ্গু! জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাতেই নজরদারি বাড়াচ্ছে হাওড়া পৌরসভা।
হাওড়া: সংশোধনাগারে ডেঙ্গু! জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাতেই নজরদারি বাড়াচ্ছে হাওড়া পৌরসভা। হাওড়া জেলা সংশোধনাগার সহ ৩টি ওয়ার্ডে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু। ডেঙ্গু মেলেরিয়ার প্রকোপে লাগাম টানতে শুক্রবার পুরনিগমে হল এক জরুরি বৈঠক। বৈঠক শেষে পুর প্রশাসক মন্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী বলেন, “হাওড়া পুরনিগম এলাকার ৩টি ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এই ওয়ার্ডগুলি হল ১৬, ২৯ ও ৩৬।”
আরও জানান হয়, এই ওয়ার্ডগুলির মধ্যে সর্বাধিক ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৬ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডে জানুয়ারি থেকে জুন পর্যন্ত। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ জন। এর পরেই ১৬ নং ওয়ার্ড ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ জন। এই ওয়ার্ডে প্রায় ১ মাস কোন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর নেই। এছাড়াও ২৯ নং ১টি ডেঙ্গু আক্রান্ত। তবে এখানে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে বেশি।
advertisement
advertisement
পাশাপাশি জানিয়েছেন, হাওড়া সংশোধনাগারের ভেতর কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনা। সেখানকার নর্দমা পরিষ্কার না থাকার কারণেই এই সমস্যা। এই ব্যাপারে সংশোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। হাওড়া শহরে যাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আর বৃদ্ধি না পায়। তার জন্য যথাযথ চেষ্টা করছে হাওড়া পুরনিগম।
advertisement
থানার সামনে যে সব গাড়ি পড়ে থাকছে সেই গড়িতে জল জমে মশা জন্মানোর সম্ভবনা রয়েছে। সেখানে যাতে জল না জমে তার জন্য পুলিশ আধিকারিদের সঙ্গে কথা বলে সমাধানের কথা জানান হয়েছে। পাশাপাশি যে সমস্ত এলাকায় কেসের সংখ্যা বেশি। সেখানে আগামী সপ্তাহে ক্যাম্পের মাধ্যমে মানুষকে সচেতন করা হবে বলে জানান হয়।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 9:27 PM IST