Maa Kali Puja: রক্ষা করেন মড়ক থেকে, তাঁর পুজোয় দুবেলা দন্ডি, মা কালী পূর্ণ করেন মনের ইচ্ছা

Last Updated:

Howrah News: মড়ক থেকে রক্ষা পেতে মা কালীর প্রতিষ্ঠা হয় গ্রামে, আজও রীতি মেনে হয়ে আসছে পুজো

+
মড়ক

মড়ক থেকে রক্ষা পেতে মা কালীর প্রতিষ্ঠা হয় গ্রামে

হাওড়া: মড়ক থেকে রক্ষা পেতে মা কালীর প্রতিষ্ঠা হয় গ্রামে। সে সময় থেকে আজও রীতি নীতি মেনে মা কালীর পুজো হয়ে আসছে পাঁচলা গঙ্গাধরপুরে। প্রায় ২০০ বছর প্রাচীন প্রসিদ্ধ কালী রয়েছেন পঞ্চচূড়া বিশিষ্ট মন্দিরে। মা কালী ছাড়াও এই মন্দিরে বিরাজমান মা শীতলা, মা ষষ্ঠী, মা মনসা এবং মা সৌম্যচণ্ডী। প্রতি বছর অগ্রহায়ন ও বৈশাখ মাসে বাৎসরিক পুজোর আয়োজন হয়। পুজো হয় প্রাচীন রীতি অনুযায়ী।
জানা যায়, এক সময় গ্রাম উজাড় হতে শুরু করেছিল মড়কে। সে সময় কোন কিছুতেই রক্ষা পাচ্ছিলনা গ্রামের মানুষ। কথিত রয়েছে, গ্রামের এক সাধক ব্রাহ্মণ মায়ের স্বপ্নাদেশ পান। সে সময় তিনি গ্রামে সিদ্বেশ্বরী মা কালীর প্রতিষ্ঠা করে ছিলেন। তার পর মায়ের কৃপায় গোটা গ্রাম রক্ষা পায়। সেই থেকে আজও মা কালীর আরাধনায় মেতে ওঠেন গঙ্গাধরপুর গ্রামের মানুষ।
advertisement
advertisement
গ্রামে এক মাত্র এই সিদ্বেশ্বরী কালী মন্দির। মা কালীর পুজো দিতে হলে এই মন্দিরে দিতে হয়। অন্য কোনো কালী মূর্তি গ্রামে নিয়ে আসা কঠোর ভাবে নিষিদ্ধ। আবার শরৎকালে এই কালী মা তিথি নিয়ম মেনে দুর্গা রূপেও পুজো হয়ে থাকেন।
advertisement
গ্রামেরবাসীদের কথা জানা যায়, এই মা খুব জাগ্রত। ভক্তিভরে ডাকলে সারা দেন দয়াময়ী মা। এমন কথাও শোনা যায় যে, গ্রামের পূণ্যবান মানুষ মায়ের দেখাও পেয়েছেন। আজও মায়ের কৃপায় কঠিন রোগ মুক্তি ঘটে মানুষের। বাৎসরিক বারোয়ারি পুজো ছাড়াও, বছরভর ব্যক্তিগত মানসিক পুজো অনুষ্ঠিত হয় মন্দিরে। প্রতি বছর বাৎসরিক পুজোয় হাজারও ভক্ত সমাগম ঘটে। পুজোর দিন শুকনো উপবাস করেন গ্রামের মানুষ। মায়ের পুজো সারাদিন রাত চলে। দুই বেলা দণ্ডি, ধুনো পড়ানো সহ পুজোর নানা রীতি রয়েছে মন্দিরে।
advertisement
RAKESH MAITY
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Maa Kali Puja: রক্ষা করেন মড়ক থেকে, তাঁর পুজোয় দুবেলা দন্ডি, মা কালী পূর্ণ করেন মনের ইচ্ছা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement