IPL 2023: মাঠে মিনি লঙ্কাকাণ্ড! ডাগআউটের দিকে নাট-বোল্ট ছোঁড়া হল, তারপর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মাঠের এই ঘটনা দর্শকদের এতটাই উত্তেজিত করেছিল যে তারা এলএসজি ডাগ আউটের দিকে নাট-বল্টুও ছুঁড়ছিল৷ এর পাশাপাশি খেলা কিছুক্ষণ বন্ধ হয়ে যায়৷
হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তারকা হেনরিক ক্লাসেনকে শনিবারের সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন মধ্যে একটি ম্যাচ চলাকালীন নিয়মবিধি ভাঙার শাস্তি পেলেন৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আচরণবিধি লঙ্ঘনের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএল ম্যাচ চলাকালীন কোন ঘটনার জন্য ক্লাসেনকে শাস্তি দেওয়া হয়েছিল তা অবশ্য শাস্তির নির্দেশে বলা হয়নি৷ ম্যাচ চলাকালীন একটি নো-বলের আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে চ্যালেঞ্জ করতে চান ক্লাসেন- আশঙ্কা করা হচ্ছে তার জেরেই এই সিদ্ধান্ত মনে করছে ওয়াকিবহাল মহল৷ লখনউ সুপার জায়ান্টস স্পিনার অমিত মিশ্রকেও আচরণবিধি লঙ্ঘনের সতর্ক করা হয়েছে৷
হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টদের মধ্যে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫৮ নম্বর ম্যাচ চলাকালীন আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য সানরাইজার্স হায়দরাবাদের হেনরিক ক্লাসেনকে তার ম্যাচ-ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের ১৩ মে-র ম্যাচের পর সরকারি বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়েছে৷
advertisement
আরও দেখুন
advertisement
LSG vs SRH ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে লখনউ৷
SRH-এর প্রথম ইনিংসের ১৯ তম ওভারে মাঠে হাজির ফ্যান এবং LSG ডাগআউটের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। ঘটনাটি ঘটে যখন আম্পায়ার তৃতীয় বলে আবেশ খানের বিরুদ্ধে আব্দুল সামাদকে একটি কোমর হাইটের উঁচু নো বল অস্বীকার করেন।
প্রাথমিকভাবে, মাঠের আম্পায়ার এটিকে নো-বল হিসাবে ঘোষণা করেছিলেন, কিন্তু এলএসজি সিদ্ধান্তের পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়৷
advertisement
এরপরেই তৃতীয় আম্পায়ারের কাছে এই সিদ্ধান্ত বিবেচনার জন্য যায়, এরপর মাঠের আম্পায়েরর প্রাথমিক সিদ্ধান্তটি বাতিল করা হয়৷ এরপরেই ফ্যানদের পাশাপাশি SRH ক্রিকেটার হেনরিক ক্লাসেনকেও বিরক্ত করে৷ বেশ রেগেমেগে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আম্পায়ারের কাছে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার৷
মাঠের সবাই যখন বিষয়টি নিয়ে তুলকালাম করছিল এলএসজি বেঞ্চ থেকে ভিড়ের দিকে ইশারা করতে দেখা গিয়েছিল। মাঠের এই ঘটনা দর্শকদের এতটাই উত্তেজিত করেছিল যে তারা এলএসজি ডাগ আউটের দিকে নাট-বল্টুও ছুঁড়ছিল৷ এর পাশাপাশি খেলা কিছুক্ষণ বন্ধ হয়ে যায়৷ আম্পায়র ও ডাগআউট সকলেই কথা বলে শান্ত করার চেষ্টা করছিলেন৷
advertisement
আইপিএলের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, “ক্লাসেন ধারা ২.৭ এর অধীনে লেভেল ১ অপরাধ করেছেন৷ আইপিএলের আচরণবিধিতে সমালোচনা/অনুপযুক্ত মন্তব্যের ক্ষেত্রে ব্যবহার করে।”
এছাড়াএ “লখনউ সুপার জায়ান্টসের অমিত মিশ্রকে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য সতর্ক করা হয়েছে। মিশ্র আইপিএলের আচরণবিধির ধারা ২.২ এর অধীনে লেভেল ১ অপরাধ করেছেন যা ম্যাচ চলাকালীন সরঞ্জামের অপব্যবহার করার জন্য হয়। অমিত মিশ্র এই কাজ করেছেন। ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 12:21 PM IST