Summer Tips: বাইরে প্রখর রোদ, কীভাবে রাখবেন নিজেকে ফিট! চট করে দেখে সতর্ক থাকুন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Summer Tips: এই গরমে কীভাবে নিজেকে ফিট রাখবেন, সেই বিষয়ে জানিয়েছেন ডা: সুমন বক্সী
হাওড়া: একটানা কয়েকদিন গরমে হাঁসফাঁস জেলাবাসি। বৃষ্টি চেয়েও দেখা নেই বৃষ্টির। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে উষ্ণতা। দুপুরে অসহ্য গরম, পারদ চরছে ৪০ ডিগ্রির উপরে। অস্বাভাবিক এই উষ্ণতা বৃদ্ধির ফলে দারুন সমস্যায় মানুষ। শরীর সুস্থ রাখতে সরকারি ভাবে পরামর্শ জারি। এই গরমে কীভাবে নিজেকে ফিট রাখবেন, সেই বিষয়ে জানিয়েছেন ডা: সুমন বক্সী।
তিনি জানিয়েছেন, তীব্র তাপ প্রবাহকে মাথায় রেখে, শরীর সুস্থ রাখতে ডাক্তারি পরামর্শ মেনে চলা উচিত। ডাক্তারি মতে এই গরমের দাবদহে শরীরে জলের পরিমাণ বেশি প্রয়োজন। জল জাতীয় খাবার ও ফল জাতীয় খাবার প্রয়োজন। গরমে তেল ও মশলাজাতীয় খাবার এড়িয়ে যাওয়াই শরীরের পক্ষে ভাল। কৃষকদের প্রখর রোদে একটানা কাজ না করার পরামর্শ ডাক্তারি মতে।
advertisement
advertisement
পাশাপাশি এই গরম থেকে রক্ষা পেতে প্রখর রোদের আগে অফিসে পৌঁছানো দরকার। জলের পরিমাণ কম হলে গরম বা রোদের প্রখরতা জেরে সান্সস্টক বা হিট স্টকের মত ঘটনা ঘটতে পারে।
advertisement
প্রখর রোদের মধ্যে একটানা না থেকে, বিশ্রাম নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। হিট স্ট্রোকের মতো সমস্যা হতে পারে। এ ধরনের যে কোনও সমস্যার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের।
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 8:18 PM IST