Summer Tips Air Conditioner: ঘর ঠান্ডা-বিদ্যুতের বিলও কম! এই মেশিন একবার লাগালে ২৫ বছর আরামে থাকতে পারবেন

Last Updated:
Summer Tips Air Conditioner: আপনি আপনার বাড়িতে সোলার এসি লাগিয়ে এসির বিপুল বিল থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন
1/8
বাড়িতে এসি রাখলে একটা টেনশন সবার মধ্যেই ঘোরাফেরা করে। সেটা হচ্ছে ইলেকট্রিক বিলের বিষয়। কারণ, অনেকের দাবি, ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে আসে। (প্রতীকী ছবি)
বাড়িতে এসি রাখলে একটা টেনশন সবার মধ্যেই ঘোরাফেরা করে। সেটা হচ্ছে ইলেকট্রিক বিলের বিষয়। কারণ, অনেকের দাবি, ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে আসে। (প্রতীকী ছবি)
advertisement
2/8
আপনি আপনার বাড়িতে সোলার এসি লাগিয়ে, এসির বিপুল বিল থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন।   সোলার এসি সব ধরনের বাজারে পাওয়া যায়, এর মধ্যে রয়েছে ০.৮ টন, ১ টন, ১.৫ টন এবং ২ টন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
আপনি আপনার বাড়িতে সোলার এসি লাগিয়ে, এসির বিপুল বিল থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন। সোলার এসি সব ধরনের বাজারে পাওয়া যায়, এর মধ্যে রয়েছে ০.৮ টন, ১ টন, ১.৫ টন এবং ২ টন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
গরমে অনেকে ১৪ থেকে ১৫ ঘন্টা এসি চালান। সেই অনুযায়ী, ১ টন এসি দিনে ১৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে। আপনি যদি প্রতি ইউনিট ৮ টাকা হারে বিদ্যুৎ বিল পরিশোধ করেন, তাহলে এক মাসে এসি চালানোর বিল আসে ৩,৬০০ টাকা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
গরমে অনেকে ১৪ থেকে ১৫ ঘন্টা এসি চালান। সেই অনুযায়ী, ১ টন এসি দিনে ১৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে। আপনি যদি প্রতি ইউনিট ৮ টাকা হারে বিদ্যুৎ বিল পরিশোধ করেন, তাহলে এক মাসে এসি চালানোর বিল আসে ৩,৬০০ টাকা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
সোলার এসি বসানোর পর এই খরচ শূন্য হয়ে যাবে।  কারণ এতে বিদ্যুতের বিল অনেক কম আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সোলার এসি বসানোর পর এই খরচ শূন্য হয়ে যাবে। কারণ এতে বিদ্যুতের বিল অনেক কম আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
সোলার এসি লাগাতে কত খরচ হয়?  ১ টন সোলার এসির দাম বাজারে ১ লাখ টাকায় পাওয়া যাচ্ছে। আপনি ২ লাখ টাকায় ১.৫ টন সোলার এসি পাবেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সোলার এসি লাগাতে কত খরচ হয়? ১ টন সোলার এসির দাম বাজারে ১ লাখ টাকায় পাওয়া যাচ্ছে। আপনি ২ লাখ টাকায় ১.৫ টন সোলার এসি পাবেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
সাধারণত এই এসি বাড়িতে লাগানোর অনেক বেশি। একটু ব্যয়বহুল হলেও এই এসিতে বিদ্যুতের বিল অনেক কম খরচ আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সাধারণত এই এসি বাড়িতে লাগানোর অনেক বেশি। একটু ব্যয়বহুল হলেও এই এসিতে বিদ্যুতের বিল অনেক কম খরচ আসে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
একবার এই এসি লাগালে আপনি ২০ থেকে ২৫ বছর পর্যন্ত কোনও খরচ ছাড়াই এসি ব্যবহার করতে পারবেন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
একবার এই এসি লাগালে আপনি ২০ থেকে ২৫ বছর পর্যন্ত কোনও খরচ ছাড়াই এসি ব্যবহার করতে পারবেন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
সোলার এসি বিক্রিকারী কোম্পানিগুলো সোলার প্যানেলে ২৫ বছরের ওয়ারেন্টি এবং ব্যাটারিতে ৫-৭ বছরের ওয়ারেন্টি দেয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সোলার এসি বিক্রিকারী কোম্পানিগুলো সোলার প্যানেলে ২৫ বছরের ওয়ারেন্টি এবং ব্যাটারিতে ৫-৭ বছরের ওয়ারেন্টি দেয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
advertisement
advertisement