Howrah News: গঙ্গাসাগর যাত্রীদের জন্য বিরাট আয়োজন হাওড়ায়! কী কী থাকছে জানুন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: গঙ্গাসাগর মেলার যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা হাওড়ায়! সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা এখানে।
হাওড়া: গঙ্গাসাগর মেলার যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা হাওড়ায়! সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা এখানে। গঙ্গাসাগর মেলা সারা দেশের মানুষের কাছে আকর্ষণের। পশিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর মেলায় পৌঁছতে হাওড়া হয়ে যাতায়াত করেন হাজার হাজার পুণ্যার্থী।
সেই সমস্ত মানুষের কথা ভেবে বিগত কয়েক বছর ধরে হাওড়া নাগা বাবা আশ্রমের বিশ্রামের ব্যবস্থা। মেলার বেশ কয়েকদিন আগে থেকে শুরু করে প্রায় এক সপ্তাহ চলে এই পরিষেবা।
advertisement
advertisement
মূলত যে সমস্ত যাত্রী হাওড়া হয়ে গঙ্গাসাগর মেলায় রওনা দিচ্ছেন। তাদের জন্য বিশ্রাম ও আহারের ব্যবস্থা। হাওড়া স্টেশনের থেকে সামান্য দূরত্বেই রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন নাগা বাবা আশ্রম।এই প্রসঙ্গে নাগা বাবা আশ্রম এর সাধারণসম্পাদক অশোক সাহা জানান, বিভিন্ন রাজ্য এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গঙ্গা সাগর মেলা উদ্দেশ্যে রওনা দেন।
advertisement
এর মধ্যে বহু মানুষ হাওড়া হয়ে সাগর মেলায় পৌঁছয়। সেই সমস্ত মানুষের বিশ্রাম থাকা খাওয়ার পাশাপাশি মেডিকেল পরিষেবার প্রয়োজন হয়। সেই দিক গুরুত্ব রেখে বিগত কয়েক বছর ধরে হাজার হাজার পুর্নার্থীদের সপ্তাহব্যাপী পরিষেবা দেয়া হচ্ছে হাওড়া নাগা বাবা আশ্রমের পক্ষ থেকে। গত বছর ২০-২৫ হাজার পুণ্যার্থী যাত্রাপথে আশ্রয় নিয়েছিলেন। এবার সেই সংখ্যার থেকে আরও বাড়বে বলেই আশাবাদী।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 8:35 PM IST