Howrah News: পাঁচলার এই পঞ্চায়েতের কাজ নিয়ে গ্রামবাসীরা আড়াআড়ি দু'ভাগে বিভক্ত

Last Updated:

গত পাঁচ বছরে এলাকার মানুষ রাস্তাঘাট, পানীয় জলের উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত। এদিকে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি একাংশের মানুষ। দক্ষিণ পাঁচলা দাসপাড়ার প্রায় একশো পরিবারের একমাত্র ভরসা একটিমাত্র হাতে টানা কল।

+
title=

হাওড়া: সাধারণ মানুষের স্বার্থে রাজ্য সরকার একের পর এক প্রকল্প এনেছে। সেই সব প্রকল্প শহরের পাশাপাশি পৌঁছে যাচ্ছে গ্রামের মানুষের দরজাতে। পাশাপাশি রাজ্যজুড়ে বইছে উন্নয়নের জোয়ার! এমনই সব দাবি করে শাসক দল। আর কয়েক মাস পরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই উন্নয়নের কাজ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। ঠিক এই সময় আমরা গিয়েছিলাম পাঁচলার চড়া পাঁচলা পঞ্চায়েতে। সেখানে গত পাঁচ বছর ধরে কেমন কাজ হয়েছে তার খোঁজ খবর নেওয়া গেল। দেখা গেল, গ্রামবাসীদের একাংশ যখন পঞ্চায়েতের কাজের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখন অপর একদল গ্রামবাসী বলছেন, এলাকায় কোন‌ও প্রকৃত উন্নয়নমূলক কাজ হয়নি।
পঞ্চায়েতের কাজ নিয়ে অসন্তুষ্ট অংশের বক্তব্য, গত পাঁচ বছরে এলাকার মানুষ রাস্তাঘাট, পানীয় জলের উপযুক্ত পরিষেবা থেকে বঞ্চিত। সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি একাংশের মানুষ। দক্ষিণ পাঁচলা দাসপাড়ার প্রায় একশো পরিবারের একমাত্র ভরসা একটিমাত্র হাতে টানা কল।
advertisement
advertisement
অভিযোগ, মাঝেমধ্যেই সেই কলটিও আবার খারাপ হয়ে যায়। তখন পানীয় জলের জন্য যেতে হয় দূর-দূরান্তে। এই বিষয়ে বারবার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে গ্রামবাসীদের একাংশের দাবি। যদিও এই প্রসঙ্গে চড়া পাঁচলার পঞ্চায়েত প্রধান হেমন্ত রায়ের পাল্টা দাবি, গত পাঁচ বছরে পঞ্চায়েত এলাকায় নতুন রাস্তা থেকে আলো, স্বাস্থ্য ব্যবস্থায় জোর দেওয়া হয়েছে। তবে কিছু অংশের কাজ এখনও বাকি আছে। সেগুলি আগামী দিনে পূর্ন হবে।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: পাঁচলার এই পঞ্চায়েতের কাজ নিয়ে গ্রামবাসীরা আড়াআড়ি দু'ভাগে বিভক্ত
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement