Howrah News: প্রদীপ জ্বালালেই ভেসে আসবে সুগন্ধি! দীপাবলীর বাজার মাতাচ্ছে নতুন আইটেম
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
প্রদীপ জ্বালালেই সুগন্ধিতে ভরে যাবে গোটা ঘর! কালীপুজোর বাজারে এবার হিট মাটির বিশেষ প্রদীপ
হাওড়া: প্রদীপ জ্বাললেই ভেসে আসবে সুগন্ধ! এবার দীপাবলীর আগে চাহিদা তুঙ্গে সুগন্ধি প্রদীপের। কালীপুজো মানেই এখন এলইডি আলোর বাহার। কিন্তু এবার তাকে টেক্কা দিচ্ছে এই বিশেষ সুগন্ধি প্রদীপ।
দীপাবলি তথা কালীপুজোর বাজার ইতিমধ্যেই জমে উঠতে শুরু করেছে। তবে এবার আলোর উৎসবে মাটির তৈরি জিনিসে ছেয়েছে গোটা জেলা। তার মধ্যে মাটির এই সুগন্ধি প্রদীপের চাহিদা সবচেয়ে বেশি। হাওড়ার মাজু গ্রামের মহিলারা এই বিশেষ ধরনের প্রদীপ তৈরি করছেন।
advertisement
advertisement
কালীপুজোর বেশ কিছুদিন আগে থেকেই জেলাজুড়ে দোকানে দোকানে মাটির প্রদীপ সহ নানা সরঞ্জাম বিক্রি শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে বিভিন্ন ডিজাইনের ছোট বড় সুগন্ধি প্রদীপ ও বাতির দারুন চাহিদা। হাওড়ার মাজু ও মুন্সিরহাটের একটি প্রতিষ্ঠানে মিলছে এমনই সৌখিন জিনিস। এর মধ্য বিভিন্ন দিয়া, ধূপ, বাতি, প্রদীপ হোল্ডিংয়ের মত বাহারি জিনিসও আছে। নিত্য নতুন ডিজাইন যা মানুষের মন দারুনভাবে আকৃষ্ট করছে। এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, এই সমস্ত মাটির তৈরি জিনিস অধিকাংশই জেলার মানুষের কাছে নতুন। বিশেষ করে সুগন্ধি প্রদীপের দারুন চাহিদা রয়েছে জেলায়। সেই দিক থেকে এবার আলোর উৎসব আরও আলোকিত এবং সুগন্ধিময় হতে চলেছে। যেকোনও তেল দিয়ে এই প্রদীপ জ্বাললেই মিলবে সুগন্ধ।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 9:25 PM IST