Return Gift: অন্নপ্রাশনের রিটার্ন গিফটে বড় চমক! উপহার দেখে অবাক অতিথিরা
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
অন্নপ্রাশনে অতিথিদের হাতে রিটার্ন গিফট গাছের চারা। এই গিফটেই বাঁচবে পরিবেশ। এমন গিফট হাতে পেয়ে খুশি অতিথিরা।
হাওড়া: অনুষ্ঠান বাড়িতে রিটার্ন গিফট পেয়ে ভীষণ খুশী অতিথি! অনুষ্ঠান বাড়িতে হাতে গিফট নিয়ে অতিথিরা আসেন। এই চল সারা দেশ জুড়ে। তবে ইদানিং অনুষ্ঠান বাড়িতে অতিথিদের গিফটের পরিবর্তে রিটার্ন গিফট দেওয়ার চল বাড়ছে। এবার হাওড়ার শ্যামপুরে হাজরা বাড়ির অন্নপ্রাশন দারুণ সারা ফেলেছে জেলায়। যেখানে অতিথিরা ভোজ সেরে বাড়ি ফেরার পথে হাতে নিয়ে ফিরছেন চারা গাছ।
হাতে ফলের গাছ পেয়ে ভীষণ আনন্দিত অতিথিরা। অন্নপ্রাশন বাড়ির রিটার্ন গিফটে বাঁচবে পরিবেশ। সমাজ ও পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতনতার পাশাপাশি বিভিন্ন সময়ে এলাকায় একাধিক সচেতন মূলক কর্মকাণ্ডের আয়োজন করেছেন বাপন বাবু। একজন সচেতন নাগরিক হিসাবে পরিচিতিও রয়েছে তাঁর। সারা বছর নিজের কর্মব্যস্ততার মধ্যে থেকেও রক্তদান ও সামাজিক নানা কর্মকাণ্ডে যুক্ত থাকেন।
advertisement
advertisement
নিজের ছেলের অন্নপ্রাশনেও পরিবেশ রক্ষার কর্মসূচি। অন্নপ্রাশনে আশা প্রায় ৬০০ অতিথিকে পাত পেড়ে খাওয়ানোর এলাহী আয়োজন তো ছিলই। এদিন দুপুরে ভোজ সেরে উঠতেই অতিথিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ফলের গাছ। এ প্রসঙ্গে উদ্যোক্তা বাপন হাজরা জানান,এই গাছ উপহার দেওয়ার মূল কারণ হল,পরিবেশের ভারসাম্য ফেরাতে গাছ উপহার।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2025 3:46 PM IST
