Howrah: খবরের জেরে সুরাহা! শুরু হল রাস্তা মেরামত, দুর্ভোগ থেকে মুক্তি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
প্রতিশ্রুতি মতো কাজ, প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ সড়ক বেহাল অবস্থা গ্রামের মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছিল, গ্রামের প্রধান সড়ক পারাপার করতে মাসের পর মাস দুর্ভোগ।
#হাওড়া : প্রতিশ্রুতি মতো কাজ, প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ সড়ক বেহাল অবস্থা গ্রামের মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছিল, গ্রামের প্রধান সড়ক পারাপার করতে মাসের পর মাস দুর্ভোগ। বর্ষা নামতেই দুর্ভোগ বেড়ে যায়। রাস্তা সাড়াই এর দাবিতে সরব হয় সাধারণ মানুষ ও শাসক বিরোধী রাজনৈতিক দল। বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি রাস্তা সংস্করণের দাবিতে পোস্টার। মানুষের দুর্ভোগ সেই খবর করতে পৌঁছয় ঘটনাস্থলে নিউজ ১৮ লোকাল, মুখোমুখি সাধারণ মানুষ, তাদের অভিযোগ দীর্ঘদিন দুর্ভোগের শিকার।
গ্রামের প্রধান রাস্তা বেহাল হওয়াতে ছেলেমেয়েদের স্কুল কলেজ চিকিৎসা কেন্দ্র এবং কর্মসংস্থান সমস্ত ক্ষেত্রেই দারুণভাবে সমস্যায় পড়তে হয়। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পরিষদ সদস্য রিজিয়া খাতুন প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুত রাস্তা সংস্করণের কাজ শুরু হবে। সেই কথা মতই শুরু হয়েছে রাস্তার কাজ। দিন দুয়েক হল হাতিশাল থেকে রাস্তায় কাজ শুরু হয়েছে, ভাঙা খাতখন্দ ময় রাস্তার উপর পড়ছে পিচের প্রলেপ।
advertisement
আরও পড়ুনঃ মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় পাঠ্যপুস্তক
হাতে আর এক মাস ও নেই, দিন কয়েক পার হলেই পুজো তার আগেই নতুন রাস্তা, দারুণভাবে খুশি রামের মানুষ। প্রায় দেড় কিলোমিটার রাস্তা, পিচ এবং ঢালাই পার্শ্ববর্তীতে প্রয়োজনীয় স্থানে শাল বোল্ডার পাইলিং করা হচ্ছে , রাস্তার জন্য বরাদ্দ ২৯-৩০ লক্ষ টাকা। এ প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদ সদস্য রিজিয়া খাতুন জানান, রাস্তা সংস্করণ শুরু হয়েছে।
advertisement
advertisement
Rakesh Maity
Location :
First Published :
September 06, 2022 4:48 PM IST