Howrah: মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় পাঠ্যপুস্তক

Last Updated:

সৌরভ, প্রিয়া, পূরবী ওরা প্রত্যেকেই লড়াকু। ওদের কেউ পরচুলার কাজ করে, কেউবা জরির কাজ করেই পড়াশোনা করে।

#হাওড়া : সৌরভ, প্রিয়া, পূরবী ওরা প্রত্যেকেই লড়াকু। ওদের কেউ পরচুলার কাজ করে, কেউবা জরির কাজ করেই পড়াশোনা করে। শুধু পড়াশোনা করে বললে ভুল হবে, পড়াশোনার মত পড়াশুনা করা যাকে বলে! ঝকঝকে ওদের মার্কশিট। সংসারে অভাব, কিন্তু ওদের চোখে বড়ো হওয়ার স্বপ্ন রয়েছে। সেই লক্ষ্যেই ওরা হার না মানার লড়াই চালিয়ে যাচ্ছে। শিক্ষক দিবসে সেরকমই একদল লড়াকু পড়ুয়ার পাশে দাঁড়ালো বিবেকানন্দ স্টাডি সেন্টার। শিক্ষক দিবস উপলক্ষ্যে সোমবার সকালে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের করাতবেড়িয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. সর্বোপল্লী রাধাকৃষ্ণণ ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
 
 
advertisement
এলাকার প্রায় ৩০ জন লড়াকু মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে তাদের প্রয়োজনীয় বিভিন্ন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। পাশাপাশি, মাধ্যমিক উচ্চমাধ্যমিকে কৃতি পড়ুয়াদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। লড়াকু মেধাবীদের পাঠ্যপুস্তক প্রদানের পাশাপাশি শিক্ষা নিয়ে কাজ করা আমতার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর প্রতিনিধি দের হাতে বিভিন্ন বই তুলে দেওয়া হয়। এছাড়াও ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
advertisement
 
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা থানার ওসি অজয় সিং, রাজাপুর থানার ওসি অভিষেক দাস, বিশিষ্ট সমাজকর্মী পৃথ্বীশরাজ কুন্তী, জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক মাখাল সহ অন্যান্যরা। প্রয়োজনীয় বই পেয়ে খুশি পড়ুয়ারা। শিক্ষক তরুণ কুমার ধাড়া জানান, প্রতি বছরের মতো এবারও আমরা বইপ্রদানের অনুষ্ঠানের আয়োজন করেছি। বছর প্রায় ৩০ জন লড়াকু মেধাবীর হাতে বই তুলে দেওয়া হয়।
advertisement
 
 
 
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah: মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় পাঠ্যপুস্তক
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement