Howrah News: এত ভিড়! এই দোকানের পিৎজার স্বাদ হার মানাচ্ছে নামজাদা কোম্পানিকেও, ক্রেতাদের লম্বা লাইন

Last Updated:

গ্রামের ছোট্ট পিৎজা দোকান স্বাদে হার মানাচ্ছে নামি দামি কোম্পানিদের।

+
এত

এত ভিড়! এই দোকানের পিৎজার স্বাদ হার মানাচ্ছে নামজাদা কোম্পানিকেও, ক্রেতাদের লম্বা লাইন

হাওড়া: গ্রামের ছোট্ট পিৎজা দোকান স্বাদে হার মানাচ্ছে নামি দামি কোম্পানিদের। এই স্বাদের টানেই প্রত্যন্ত গ্রামের এই দোকানে পিৎজা খেতে ছুটে আসছে ক্রেতা। খাদ্য প্রিয় বাঙালি শুধু মাছ ভাতেই সীমাবদ্ধ নেই।
বাঙালির খাবার তালিকায় জুড়েছে তিব্বত থেকে চাইনিজ তন্দুরি বিরিয়ানি এবং পিৎজা বার্গারের মত বহু খাবার। শহরের পাশাপাশি গ্রামেরও মানুষও এই সমস্ত খাবারে দারুন অভ্যাসে পরিনত করেছে। আসলে এই সমস্ত খাবারের সঙ্গে পরিচিতিটা শপিংয়ে মল বা শহরে কর্মসূত্রে যাবার সুবাদেই শুরু হলেও বর্তমানে এই রকমারি খাবারের টানে মানুষকে ছুটে যেতে হয় শহরে।
advertisement
advertisement
তবে বর্তমানে রকমারি এই খাবার খেতে কসরত করতেও পিছুপা হয় না মানুষ। সপ্তাহ ভোর বা মাস জুড়ে কর্মব্যস্ততার মধ্যে একটু স্বস্তি পেতে। কয়েক ঘন্টার বিরতি মানেই বহু মানুষের কাছে পার্কে ঘোরা বা রেস্টুরেন্ট ঢু মারা। তবে হাওড়ার একটি গ্রামে যেন উল্টো পুরান। পিৎজা বার্গার ক্রিসপি ফ্রায়েড চিকেন-সহ বহু খাবারের ঠিকানা এখন পাঁচলার বাগানগোড়া।
advertisement
ক্রেতাদের কথায় জানা যায়, ‘‘হাতের কাছে পাওয়া যাচ্ছে বলেই যে এই খাবার খাওয়া, তা কিন্তু নয়। আসলে পিৎজা বার্গার চিকেনের আইটেম এখানে এতটাই সুস্বাদু যার টানে এই স্টলে আসা।’’ অর্ডার দিলে মাত্র কয়েক মিনিটেই ক্রেতা পাচ্ছে গরম পিৎজা। এই শীতের সন্ধায় গরম এই খাবারে টানে দূর দূরান্ত থেকে আসছে ক্রেতা।
advertisement
ক্রেতা প্রণয় মান্না অভিনব নাগ জানালেন, ‘‘পিৎজা বার্গার সঙ্গে স্ন্যাকস খেতে এখন আর যেতে হয়না কলকাতা। তারপর অর্ডার দিলে চোখের সামনে পিৎজা তৈরি হচ্ছে এটা একজন ক্রেতার কাছে অতিরিক্ত পাওনা। দামের দিক থেকেও পকেট ফ্রেন্ডলি এখানের খাবার। একজনের খরচে অনায়াসে দুই তিনজন খাওয়া যায়।’’ এই প্রসঙ্গে বিক্রেতা সৌরভ দেড়িয়া জানান, একজন বিক্রেতা হিসেবে ক্রেতাদের সন্তুষ্টি করতে পেরে দারুণ আনন্দ লাগে।
advertisement
তবে আরও বেশি করে আনন্দ হয় যখন দেখি অনেক ক্রেতাই শহরের খাবার ছেড়ে এখানে খেতে আসে। একসময় যারা পিৎজা বা এই ধরনের খাবারের সঙ্গে সেভাবে পরিচিত ছিল না তারাও আসছে এখানে। তবে এর শুরুটা মোটেও সহজ ছিল না। জানা যায়, এই দোকানে বিভিন্ন রকমের পিৎজা বার্গার সহ নানা খাবার মেলে। পিৎজা পাওয়া যাচ্ছে মাত্র ৮৫ টাকা থেকে ২১০। ক্রেতাদের কথায় জানা যাচ্ছে, এই পিৎজা হার মানাচ্ছে নামিদামি কোম্পানির পিৎজা কে। এই পিৎজা গ্রামের মানুষের নাগালের মধ্যে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: এত ভিড়! এই দোকানের পিৎজার স্বাদ হার মানাচ্ছে নামজাদা কোম্পানিকেও, ক্রেতাদের লম্বা লাইন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement