Howrah News: হাওড়ার মানুষ প্রত্যক্ষ করলেন বেনারসের গঙ্গা আরতি!

Last Updated:

বেনারসের বিখ্যাত গঙ্গা আরতি দেখল হাওড়া সাঁকরাইলের মানুষ৷

+
হাওড়ার

হাওড়ার মানুষ প্রত্যক্ষ করলেন বেনারসের গঙ্গা আরতি!

হাওড়া: বেনারসের বিখ্যাত গঙ্গা আরতি দেখল হাওড়া সাঁকরাইল এর মানুষ। স্থানীয় মানুষ চাক্ষুস করলেন বেনারস হরিদ্বারের গঙ্গা আরতি। অনন্তকাল ধরে মানুষ মাতৃরূপে গঙ্গা নদীকে মানেন। মা গঙ্গার প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখেই গঙ্গা পুজো অনুষ্ঠিত হয় দিকে দিকে। সেই মতই গঙ্গা আরতি অনুষ্টিত হয়।বেনারসের গঙ্গা আরতির কথা জানেন দেশের মানুষ। বেনারসের মতোই দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে হচ্ছে গঙ্গা আরতি। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটেও অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা আরতি।
সেই মত সাঁকরাইল যদুনাথ হাতি আশ্রম শিব মন্দিরে অনুষ্ঠিত হলো গঙ্গা আরতি। বেনারসের বিখ্যাত গঙ্গা আরতির  আদলেই সাঁকরাইলের মানুষ আরতি দেখলেন গঙ্গা পারে।
advertisement
মুগ্ধ চোখে ভক্তিভরে গঙ্গা আরতি দেখতে হাজির সকলে। উদ্যোক্তাদের থেকে জানা যায়, যদুনাথ হাতি মহাশ্মশানে রয়েছে বিভিন্ন দেব দেবীর মন্দির। সেখানে গত বছর প্রতিষ্ঠিত হয় একটি শিব মন্দির। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গত বছর গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। এ বছরেও সেই রীতি মেনে অনুষ্ঠিত হল আরতি। গত বছরের তুলনায় আরও জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হল।
advertisement
উদ্যোক্তা বিনানন্দ ঝাঁ জানান, ভাগীরথী গঙ্গা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল। এখানে গত বার গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় প্রথম। এবার আরও জাঁকজমক করে আরতি পাঁচজন পুরোহিতের উপস্থিতিতে। শুক্রবার সন্ধ্যায় গঙ্গা নদীর তীরবর্তী মন্দির প্রাঙ্গনে ভক্তি সংগীতের মধ্য দিয়ে গঙ্গা আরতি। যা ভক্তদের মন ছুঁয়ে যায়। বিভিন্ন উপাচারের মাধ্যমে অনুষ্ঠিত হয় গঙ্গা আরতি। পবিত্র গঙ্গা নদী স্বচ্ছ ও দূষণ মুক্তি রাখতে যেমন সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সেই সঙ্গে হিন্দু ধর্মের মানুষের কাছে মাতৃ রূপে গঙ্গা ভক্তি। তা বজায় রাখতেই এই উদ্যোগ বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: হাওড়ার মানুষ প্রত্যক্ষ করলেন বেনারসের গঙ্গা আরতি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement