Howrah News: অনিয়মিত পরিষেবা, দিনের পর দিন বন্ধ থাকে পোস্ট অফিস!
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
কপাল জোর থাকলে তবেই দেখা মিলবে, দিনে একাধিকবার এসেও মেলেনা পরিষেবা, পোস্ট অফিসের অনিয়মিত পরিষেবার কারণে সমস্যায় রঘুদেবপুর এলাকার মানুষ। জানা যাচ্ছে পাঁচলা পোস্ট অফিসের অধীনে রঘুদেবপুর পোস্ট অফিস।
#হাওড়া : কপাল জোর থাকলে তবেই দেখা মিলবে, দিনে একাধিকবার এসেও মেলেনা পরিষেবা, পোস্ট অফিসের অনিয়মিত পরিষেবার কারণে সমস্যায় রঘুদেবপুর এলাকার মানুষ। জানা যাচ্ছে পাঁচলা পোস্ট অফিসের অধীনে রঘুদেবপুর পোস্ট অফিস। সেই পোস্ট অফিসটি সপ্তাহে একাধিক দিন বন্ধ থাকে এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দা থেকে ওই পোস্ট অফিসের গ্রাহকদের। পাশাপাশি তাদের আরো অভিযোগ সপ্তাহে প্রত্যহ খোলা হয় না পোস্ট অফিস, তবে যেদিন খোলা থাকে সেদিন, খোলা ও বন্ধের কোন সময় থাকে না বলেই অভিযোগ গ্রাহকদের।
এই বিষয়ের সত্যতা যাচাই করতে গত সোমবার বেলা ১১ টা ৪৫ মিনিট ও গত মঙ্গলবার বেলা ১২ টা দুপুর ১ টা পর্যন্ত ওই পোস্ট অফিসের সামনে থেকে নিউজ ১৮ লোকালের প্রতিনিধি। কিন্তু তখনও বন্ধ ছিলো সংশ্লিষ্ট ওই রঘুদেবপুর পোস্ট অফিসটি। পোস্ট অফিস বন্ধ থাকার কারণে বহু গ্রাহক ফিরে যায় ওই পোস্ট অফিসে টাকা তোলা সহ পোস্ট অফিস সংক্রান্ত নানা পরিষেবা নিতে আসা মানুষ। শুধু তাই নয় কারোর আধার কার্ড তো কারোর প্যান কার্ড এসে পড়ে রয়েছে ওই পোস্ট অফিসে গ্রাহকরা জানান তা সংগ্রহ করতে একাধিকবার আসতে হয়।
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘদিন নেই বিজ্ঞান বিভাগের শিক্ষক! ক্রমশ ছাত্রীর সংখ্যা কমছে বিদ্যালয়ে
পোস্ট অফিস বন্ধের কারণ জানতে চেয়ে আমরা যোগাযোগ করি ওই পোস্ট অফিসটির ঊর্ধ্ব থাকা পাঁচলা ব্রাঞ্চ অফিসের পোস্ট মাস্টারের সঙ্গে। তিনি বলেন, পোস্ট অফিসটি ঠিক কি কারণে বন্ধ তা তিনি জানেন না। তবে তিনি পোস্ট অফিসটি বন্ধ ও অনিয়মের বিষয়ে মঙ্গলবার গ্রাহকদের থেকে অভিযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, গ্রাহকদের বলেছি লিখিত দিতে। পাশাপাশি তিনি আরও বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
November 25, 2022 1:54 PM IST