Howrah News: শুধু শনি ও রবিবার ক্লাস করেই মাধ্যমিক বসার সুযোগ! মুক্ত বিদ্যালয়ে পড়তে পারবেন যখন খুশি
- Published by:Uddalak B
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: অষ্টম শ্রেণী পাস হলেই মাধ্যমিক পাশ করার সুযোগ নেই কোনও ঊর্ধ্ববয়স সীমা, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার পাঁচলা ব্লকে একমাত্র জুজারসাহা পি এন মান্না ইনস্টিটিউশনে
হাওড়া: মাধ্যমিক পাশ করা আরও সহজে, নেই কোনও ঊর্ধ্ব বয়সসীমা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার এবার জুজার সাহা পি এন মান্না ইনস্টিটিউশনে। শিক্ষাগত যোগ্যতা বাড়ানো বা কর্মসংস্থানে লেখাপড়ার গুরুত্ব অসীম। বিশেষ করে আবার বর্তমানে কলকারখানার লেবার জবের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা আবশ্যিক। সেই দিক থেকে এ সময় লেখাপড়া ছাড়া বলা চলে মানুষ অচল প্রায়।
দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থাকলেও শিক্ষাগত জ্ঞান বা সার্টিফিকেট ভীষণ গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। সামান্য কিছুর কাজের জন্য হলেও প্রথম উঠে আসে শিক্ষাগত যোগ্যতা।কর্ম ক্ষেত্রে বর্তমানে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে মাধ্যমিক।
advertisement
সেই দিক থেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট বেশ প্রয়োজনীয়। এবার অষ্টম শ্রেণি পাস হলেই মাধ্যমিকের সুযোগ। মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
advertisement
খুব অল্প মাত্রায় কোর্স ফি। সপ্তাহে দুই দিন শনিবার ও রবিবার ক্লাস। নির্দিষ্ট কোন বয়সের ঊর্ধ্বসীমা নেই। গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে।বছরে ২ বার সেশন, জুন এবং ডিসেম্বর। পাঁচলা ব্লকের একমাত্র সেন্টার রোজার সাহা পিএন মান্না ইনস্টিটিউশনে। ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক বোর্ডের সমতুল্য। স্কুল সূত্রে জানা যায়, আগামী বছর উচ্চমাধ্যমিক যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মূলত এখানে কাজ করতে করতে পড়ার সুযোগ রয়েছে। শনি ও রবিবার ক্লাস চলে।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 6:35 PM IST