Howrah News: মেডিকেল পড়া ও রিসার্চ এবার হাওড়ায়! চলতি বর্ষে ১৫০ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু

Last Updated:

হাওড়ার পড়ুয়াদের মেডিকেল পড়তে ও রিসার্চের জন্য আর ভিন রাজ্য বা কলকাতায় যেতে হবে না। এবার জেলাতে বসেই ছেলে মেয়েদের মেডিকেল পড়তে ও রিসার্চ করতে পারবে।

হাওড়া: মেডিকেল পড়া ও রিসার্চ এবার হাওড়ায়! এবার হাওড়া জেলার ছেলে মেয়েদের মেডিকেল পড়তে ও রিসার্চ করতে কলকাতা বা ভিন রাজ্যে যেতে হবে না। হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের খুব কাছে। ডোমজুড়ের দক্ষিণ নয়াবাজে জিআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স এন্ড রিসার্চ সেন্টার। এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার বিকেলে।
কোলকাতার আলিপুরে উত্তম কুমার বিষয়ক এক অনুষ্ঠান থেকে এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার আলিপুর থেকে ভার্চুয়াল উদ্বোধন হয়। হাওড়ায় এই মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পুরসভায় চেয়ারম্যান ডা: সুজয় চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন ঃ গাছ পড়ে ক্ষতিগ্রস্ত ১৬ টি বাড়ি, আহত ৩
জানা গিয়েছে, এই মেডিক্যাল রিসার্চ সেন্টারের জন্য রাজ্য সরকারের সঙ্গে জিআইএসের আগেই মৌ স্বাক্ষর হয়েছে। রাজ্য সরকার ও জিআইএসের যৌথ উদ্যোগে এই সেন্টারটি নির্মিত হয়েছে। যাতে খরচ পড়েছে প্রায় পনেরোশো কোটি টাকা। মন্ত্রী অরূপ রায় বলেন এটা রাজ্য সরকারের সহযোগিতায় তৈরি হয়েছে। আমরা সব রকম সহযোগিতা করব।
advertisement
advertisement
জানা গিয়েছে, জেলা ও রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রীরা এখানে পড়ার সুযোগ পাবে। তবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে এখানে ভর্তি হতে পারবে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১৫০ জন ছাত্র-ছাত্রী এমবিবিএস কোর্স করতে পারবে বলে জানান হয়েছে। পরে হাসপাতাল হবে বলেও জানান হয়।
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মেডিকেল পড়া ও রিসার্চ এবার হাওড়ায়! চলতি বর্ষে ১৫০ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement