Howrah News: মাত্র তিন টাকায় রসগোল্লা! কোথায় পাওয়া যাচ্ছে? পুজোয় কম খরচেই হবে মিষ্টিমুখ

Last Updated:

মাত্র ৩ টাকার রসগোল্লাতেই মিষ্টি মুখে পুজোর আনন্দে মেতে ওঠে গ্রাম। এই চড়া মূল্যের বাজারেও মাত্র দুই বা তিন টাকাতে রসগোল্লা পান্তুয়া। শুনতে অবাক মনে হলেও সত্যি।

+
মাত্র

মাত্র তিন টাকায় রসগোল্লা! কোথায় পাওয়া যাচ্ছে? পুজোয় কম খরচেই হবে মিষ্টিমুখ

হাওড়া: মাত্র ৩ টাকার রসগোল্লাতেই মিষ্টি মুখে পুজোর আনন্দে মেতে ওঠে গ্রাম। বাংলাও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে নতুন পোশাকে ঠাকুর দেখা, হৈ হুল্লোড় আনন্দে মেতে ওঠা।
পুজো মানেই মিষ্টি মুখে বোধন থেকে বিজয়া। বর্তমান সময়ে জেলার এক প্রান্তে যখন বাহারি মিষ্টিতে পুজো আয়োজনে। তখন অপর প্রান্তে মাত্র দু -তিন টাকার রসগোল্লাতেই মানুষের পুজোর আনন্দ।
advertisement
কমবেশি প্রায় সারা বছর এলাকায় তিন টাকার রসগোল্লা বা পান্তুয়ার বেশ চল। শুধু ৩ টাকা নয়, একটু বেশি অর্ডার দিলে মাত্র ২ টাকাতেও মিষ্টি। তাও আবার খাঁটি ছানার রসগোল্লা। বর্তমানে যেখানে মিষ্টি বললে পাঁচ টাকা বা দশ টাকার নিচে ভাবা যায় না। সেখানে দুই তিন টাকার রসগোল্লা শুনতে অবাক লাগে ।
advertisement
তবে সত্যি, হাওড়া শ্যামপুর শিবগঞ্জ এলাকায় অধিকাংশ মিষ্টির দোকানে তিন টাকার রসগোল্লা পান্তুয়া পাওয়া যায়। কয়েক দশক রসগোল্লা-পান্তুয়ার দাম অপরিবর্তন। এমন অনেকেই যারা শৈশবে তিন টাকাতে মিষ্টি স্বাদ নিয়েছে। বর্তমান সময় তাদের মধ্যে কেউ ৩০ কেউ বা ৪০ বছরে এসে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের অধিকাংশ ময়রার দোকানে তিন টাকায় রসগোল্লা পান্তুয়া পাওয়া যায়। এটা কোন অস্বাভাবিক ঘটনা নয় তাদের কাছে। তবে এ ঘটনা অবাক করার মতোই জেলা জুড়ে।
advertisement
এ প্রসঙ্গে এক বিক্রেতা অপূর্ব মান্না জানান, প্রায় সারা বছর তিন টাকার রসগোল্লা পাওয়া যায়। অর্ডার অনুযায়ী দু টাকাতেও রসগোল্লা করা সম্ভব।। দুই টাকার রসগোল্লার বরাত এলে তৈরি হয়। অল্প দামের রসগোল্লাতে লাভের পরিমাণ কম থাকে। তবে দোকানে আর পাঁচটা মিষ্টি বিক্রির সঙ্গে অসুবিধা হয় না।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: মাত্র তিন টাকায় রসগোল্লা! কোথায় পাওয়া যাচ্ছে? পুজোয় কম খরচেই হবে মিষ্টিমুখ
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement