Howrah News: ক্যারাটে শুধু আত্মরক্ষাই নয়, প্রশিক্ষণ থাকলে মিলতে পারে সরকারি বা বেসরকারি চাকরিও
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
ক্যারাটে প্রশিক্ষণে উজ্জ্বল ভবিষ্যৎ! বহু চাকরির সুযোগ। মার্শাল আর্ট স্পোর্টস এসোসিয়েশনের হল অফ ফ্যাম'-এর বেস্ট ফিমেল অফ্ দ্যা ইয়ার' নির্বাচিত হয়েছেন হাওড়ার পুজো প্রামাণিক।
হাওড়া: ক্যারাটে প্রশিক্ষণে উজ্জ্বল ভবিষ্যৎ! বহু চাকরির সুযোগ। মার্শাল আর্ট স্পোর্টস এসোসিয়েশনের হল অফ ফ্যাম’-এর বেস্ট ফিমেল অফ্ দ্যা ইয়ার’ নির্বাচিত হয়েছেন হাওড়ার পুজো প্রামাণিক। পূজা জানিয়েছে, এই সফলতা ক্যারাটের প্রতি ভালবাসা এবং কঠোর পরিশ্রমের ফল। সঠিক ভাবে ক্যারাটে প্র্যাক্টিসে বহু সুযোগ, একজন ক্যারাটে ভাল শিখে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। এর মাধ্যমে সরকারি বেসরকারি চাকরির সুযোগও আছে।
বর্তমানে প্রায় অধিকাংশ স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই দিক থেকে ক্যারাটে মনোযোগী ছাত্র ছাত্রীরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে পারে এর মাধ্যমে। ফিজিক্যাল এক্টিভিটিভস প্রশিক্ষণ মূলক খেলা এটি। ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন আত্মরক্ষা নিশ্চিত করে। শরীর ফিট রাখতে সাহায্য করে অন্যদিকে কর্মসংস্থান বা প্রতিষ্ঠিত হবার দারুন সুযোগ এর মাধ্যমে। বর্তমানে সরকারি নানা উদ্যোগ এ বিষয়ে আরও আশার আলো দেখাচ্ছে। তিন বছর বয়স থেকে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করা যেতে পারে। একজন ছেলে বা মেয়ে প্রশিক্ষণ প্রতিষ্ঠিত হতে পারে।
advertisement
advertisement
তবে, প্রতিষ্ঠিত হতে নির্দিষ্ট সময় মেনে অনুশীলন এবং নিজস্ব এম বা লক্ষ্য নিয়ে যেতে পারে সফলতার দিকে।এ প্রসঙ্গে প্রশিক্ষক পূজা প্রামানিক জানান, যেমন উচ্চশিক্ষিত হয়ে চাকরির সুযোগ পাওয়া যায়। তেমনি উপযুক্ত ক্যারাটে প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে চাকরি ক্ষেত্রেও দারুন সুযোগ থাকে। সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ। স্কুল অথবা একজন উপযুক্ত প্রশিক্ষক হয়ে প্রতিষ্ঠিত হওয়া যেতে পারে এর মাধ্যমে। বর্তমানে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দিচ্ছেন এবারের ক্যারাটে’তে ফিমেল অফ দ্যা ইয়ার পুরস্কার জয়ী পূজা প্রামানিক।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 4:21 PM IST