Howrah News: রাজ্যের ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেরার স্বীকৃতি হাওড়ার ইসলামপুর পঞ্চায়েতের

Last Updated:

রাজ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যখন দুর্নীতি নিয়ে সরব হচ্ছে সাধারণ মানুষ। ঠিক তখনই রাজ্যের ৩৩৩৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজের নিরিখে সেরার শিরোপা পেল হাওড়ার পাঁচলা বিধানসভার অন্তর্গত জগৎবল্লবপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত।

+
title=

#হাওড়া : রাজ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যখন দুর্নীতি নিয়ে সরব হচ্ছে সাধারণ মানুষ। ঠিক তখনই রাজ্যের ৩৩৩৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজের নিরিখে সেরার শিরোপা পেল হাওড়ার পাঁচলা বিধানসভার অন্তর্গত জগৎবল্লবপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। জানা যায়, মোট ছয়টি কাজের নিরিখে এই স্বীকৃতি। তার মধ্যে যেমন রয়েছে বাৎসরিক আয় ব্যায়, পানীয় জল, সঠিক ভাবে কর প্রদান সহ মোট ছয়টি ইস্যুতে স্বীকৃতি পেয়েছে ইসলামপুর পঞ্চায়েত। প্রধান গৌতম বেরার হাত ধরে এত বড় স্বীকৃতি এলো ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে, যা স্বাভাবিক ভাবেই আনন্দ বয়ে এনেছে গ্রাম পঞ্চায়েতের কর্মীদের পাশাপাশি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদেরও।
এ প্রসঙ্গে পি পি জি সি'র কো-অর্ডিনেটর মায়া সরকার বলেন, রাজ্যের পঞ্চায়েত গুলি বিশ্ব ব্যাংক ও রাজ্য সরকারের আর্থিক সাহায্য পেতে গেলে বেশ কয়েকটি ধাপে পাশ করতে হয়। যার মধ্যে মূলত ছয়টি বিষয় থাকে আর সেই ছয়টি বিষয়ে ১০০ মধ্যে ৮৭ নম্বর পেয়ে রাজ্যের ৩৩৩৯ টি পঞ্চায়েতের মধ্যে সেরা স্বীকৃতি লাভ করেছে। এই সন্মান যা আগামী দিনে পঞ্চায়েতের কাজের ক্ষেত্রে অর্থ পেতে আরও সাহায্য করবে।
advertisement
আরও পড়ুনঃ রাস্তার দশা বেহাল, ভাঙা ইঁটের রাস্তা দিয়েই পারাপার মানুষের!
এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম বেরা বলেন, একটা পঞ্চায়েত চালাতে গিয়ে শুধুমাত্র রাস্তাঘাট, পানীয় জলের ব্যাবস্থা করা নয়। পঞ্চায়েতের সার্বিক কাজকেও তরানন্নীত করা। আর সেই কাজ করতে গিয়ে আমরা পঞ্চায়েতর ছয়টি কাজের নিরিখে রাজ্যের ৩৩৩৯ টি পঞ্চায়েতের মধ্যে সেরা স্বীকৃতি পেয়েছি। যা ইসলামপুর পঞ্চায়েতের পাশাপাশি আজ সমগ্র হাওড়া জেলার গর্ব। এই সন্মান যা আগামীদিনে আরও বেশি করে সাধারণ মানুষকে পঞ্চায়েতমুখী করে তুলবে।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: রাজ্যের ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেরার স্বীকৃতি হাওড়ার ইসলামপুর পঞ্চায়েতের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement