Howrah News: বেকারদের স্বনির্ভর করতে উদ্যোগ! চলছে গাড়ি সারাইয়ের প্রশিক্ষণ

Last Updated:

মাত্র কয়েক মাসে দু চাকা এবং চার চাকা গাড়ি রিপেয়ারিং শিখে সনির্ভর হবে বেকার যুবকরা। স্থানীয় বেকার সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগী একটি সিমেন্ট কোম্পানি।

+
self

self reliant course

হাওড়া: মাত্র কয়েক মাসে দু চাকা এবং চার চাকা গাড়ি রিপেয়ারিং শিখে স্বনির্ভর হবে বেকার যুবকরা। স্থানীয় বেকারত্ব সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগী একটি সিমেন্ট কোম্পানির। জানা যায়, ওই কোম্পানীর তরফ থেকে ২০১১ সালে হাওড়ার ধুলাগড় ও তার পার্শ্ববর্তী এলাকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে উদ্যোগ নিয়ে মোবাইল রিপেয়ারিং, বিউটিসিয়ান সহ বেশ কয়েকটি কোর্সে প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণ শেষে কেউ ব্যক্তিগত ভাবে ব্যবসা শুরু করেছেন। আবার প্রশিক্ষণ শেষে চাকরির সঙ্গে যুক্ত হয়েছে এমন সংখ্যা বহু। কোম্পানির প্রজেক্টের মাধ্যমে বিশেষ করে জেলার গ্রাম ও মফস্বল এলাকার দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা বিশেষ ভাবে উপকৃত হচ্ছে। ফলে প্রশিক্ষণ নিতে আগ্রহ বাড়ছে যুবক যুবতীদের।
আরও পড়ুন ঃ আট থেকে আশির জিভে জল, কাবুলিওয়ালার দেশের খাবার এবার হাতের নাগালে, উপচে পড়ছে ভিড়
এবার আরও চারটি নতুন কোর্স শুরু হল। ধুলাগড়ে ওই সিমেন্ট কোম্পানির কারখানা ছাড়াও জালান কমপ্লেক্সে এলাকায় আরও একটি প্রশিক্ষণ সেন্টার খোলা হয় কোম্পানির পক্ষ থেকে। মূলত সেখানে মোটর মেকানিক্যাল কোর্স করানো হবে।
advertisement
advertisement
এই কোম্পানির তরফ থেকে যোধপুর এবং গুজরাটের পর পশ্চিমবঙ্গে এই প্রথম। যেসমস্ত ছেলে মেয়ে এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে।অনেকেই ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছে। মোবাইল রিপেয়ারিং বিউটিশিয়ান এবং অন্যান্য কয়েকটি ট্রেনিং কোর্স চলছিল আগে। তার পর এর সঙ্গে আরও চারটি নতুন কোর্স শুরু হল।
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বেকারদের স্বনির্ভর করতে উদ্যোগ! চলছে গাড়ি সারাইয়ের প্রশিক্ষণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement